শেখ জামালকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল প্রাইম ব্যাংক
সমীকরণটা ছিল এ রকম— শেখ জামাল জিতলে আর লিজেন্ডস অব রূপগঞ্জ হারলে শেখ জামাল আজই শিরোপা জয়ের উৎসব করে ফেলবে। কিন্তু বিধিবাম। লিজেন্ডস অব রূপগঞ্জ হেরেছে ঠিকই, কিন্তু শেখ জামাল জিততে পারেনি। যে কারণে দুই দলের পয়েন্টের ব্যবধান থেকে গেছে আগের মতোই ৪।
আজ শেখ জামাল ৮ উইকেটে হেরেছে প্রাইম ব্যাংকের কাছে আর লিজেন্ডস অব রূপগঞ্জ হেরেছে ৮১ রানে আবাহনীর কাছে। সুপার লিগের তৃতীয় রাউন্ডে এ রকম ফলাফলে লিগ শিরোপার লড়াই আরও দারুণভাবে জমে উঠল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শেষ রাউন্ড পর্যন্ত গড়াবে। ১৩ ম্যাচে শেখ জামালের ২২, লিজেন্ডস অব রূপগঞ্জের ১৮ পয়েন্ট। এই দুই দলকে হারিয়ে প্রাইম ব্যাংক ও আবাহনী পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের কোনো হেরফের করতে পারেনি। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। তবে লিগ জমিয়ে দিয়েছে।
বিকেএসপির ৪ নম্বরে মাঠে প্রাইম ব্যাংককে বড় জয় এনে দিয়েছেন দুই ওপেনার ইনফর্ম এনামুল হক বিজয় ও জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। শেখ জামালের ৮ উইকেটে করা ২৩২ রান পাড়ি দিতে গিয়ে তামিম ও বিজয় মিলে শতরানের জুটি গড়ে দলের বড় জয়ের ভীত তৈরি করে দেন। বিজয় লিগে তার সপ্তম হাফ সেঞ্চুরি করে ৫২ রানে ফিরে যান। জুটিতে তারা যোগ করেন ২১.৪ ওভারে ১২১ রান। বিজয় আউট হলেও তামিম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ৯০ রানে গিয়ে তাকে হতাশ হতে হয় পারভজ রাসুলের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হতে ধরা পড়লে। শেষ হয় তার ৮৫ বলে ৪ ছক্কা ও ১০ চারে সাজানোর ৯০ রানের ইনিংসের। দুই ওপেনার ফিরে যাওয়ার পর শাহদাত দিপু ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন মিলে জয়ের বাকি কাজ সারেন। শাহদাত দিপু ৫২ ও মিঠুন ৩১ রানে অপরাজিত থাকেন। পারভেজ রাসুল ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের টাইট বোলিংয়ের কারণে শেখ জামালের ব্যাটসম্যানরা বড় পূঁজি গড়তে পারেননি। দলীয় ৩০ রানের মাঝেই দুই ওপেনারসহ অধিনায়ক ইমরুল কায়েসকে হারিয়ে বিপাকে পড়ে যায় শেখ জামাল। দলীয় শতরানের আগেই মুশফিকসহ ৫ উইকেট হারিয়ে বিপদে আরও ঘনীভূত করে তুলে। পরে পারভেজ রাসুল ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে নুরুল হাসান সোহান দাঁড়িয়ে গেলে শেখ জামাল অলআউট না হয়ে ৮ উইকেটে ২৩২ রান করে। আগের ম্যাচ সেঞ্চুরি হাঁকানো সোহান ১০৫ বলে ৯ চারে ৭১ রান করে তাইজুলের বলে বোল্ড হন। মিরাজ ৩২ বলে ১ ছক্কা ও ৬ চারে ৪৭ রান করে শরিফুলের শিকার হন। পারভেজ রাসুলকে ৩৭ রানে ফিরিয়ে দেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের হয়ে তাইজুল ৪২ রানে ৩টি ও রাকিবুল ইসলাম ৩৫ রানে নেন ২টি উইকেট। ম্যাচ সেরা হন তামিম ইকবাল।
এমপি/আরএ/