শ্রীলঙ্কার বিপক্ষে বাদ সাদমান-রাহী ফিরলেন সোহান ডাক পেলেন রাজা
হঠাৎ করে বাংলাদেশের পেস আক্রমণের তিন যোদ্ধা ইনজুরিতে পড়ে যাওয়াতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মোস্তাফিজের বিষয়টি সামনে চলে আসে। গত কয়েকদিন এটিই ছিল প্রধান আলোচ্য বিষয়। এমন কি শনিবার বিসিবির ইফতার মাহফিলেও সভাপতি নাজমুল হাসান পাপনকে মোস্তাফিজ প্রসঙ্গে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে।
যেখানে সারমর্ম ছিল দলের প্রয়োজন হলে মোস্তাফিজ অবশ্যই খেলবে। তবে আপাতত মনে হচ্ছে মোস্তাফিজের প্রয়োজন নেই। তাই তাকে না রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। যেখানে ইনজুরিতে পড়া তিন পেসারের দুইজন এবাদত ও শরিফুলকে রাখা হয়েছে। শরিফুলকে রাখা হয়েছে শর্ত সাপেক্ষে। যদি তিনি খেলার জন্য ফিট থাকেন। এবাদতের নামের পাশ নেই কোনো রিমার্ক।
ঘোষিত দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন তিনজন হলেন। তারা হলেন পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ এবং ব্যাটসম্যান সাদমান ইসলাম। অবশ্য তাসকিনকে বাদ পড়া বলা যাবে না। ইনজুরির কারণে নেই তিনি দলে। উচ্চতর চিকিৎসার জন্য তার লন্ডন যাওয়া হতে পারে। তবে রাহী ও সাদমান প্রকৃত অর্থে বাদ পড়েছেন। সাদমান দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়ে তেন কিছু করতে পারেননি।
প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি রান করেছিলেন ৯ ও ০। এর আগে নিউ র্জিল্যান্ড সফরেও তিনি ভালো করতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তার রান ছিল ৭ ও ২১ এবং ২২ ও ৩। কাজেই তারবাদ পড়াটা অনুমিতই ছিল। আবার দলে র্ফিরে এসেছেন তামিম ইকবালও। কিন্তু আবু জায়েদ রাহী বাদ পড়েছেন কোন ম্যাচ না খেলেই । দক্ষিণ আফ্রিকা সফরে তিনি দলের সঙ্গে থেকে ইবনে বতুতার ভুমিকা পালন করেছিলেন। কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।
নিউ জিল্যান্ড সফরেও তিনি দলের সঙ্গে ছিলেন একই ভুমিকায়। সুযোগ হয়নি তার খেলার। এদিকে দলে আবার ফিরে এসেছেন নুরুল হাসান সোহান। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। নিউ জিল্যান্ড সফরে তিনি মুশফিকুর রহিমের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলে রান করেছিলেন ৪১ ও ৩৬। এ ছাড়া নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত , মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।।
এমপি/এমএমএ/