টানা ১০ বার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। টানা ১০ বার বুন্দেসলিগা শিরোপা জিতল তারা। যেন একে অপরের পরিপূরক জার্মান বুন্দেসলিগা ও বায়ার্ন মিউনিখ। তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে বায়ার্ন।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দশমবার বুন্দেসলিগার শিরোপা ঘরে তুললো হুলিয়ান নিগেলসম্যানের শিষ্যরা। সবমিলিয়ে বুন্দেসলিগার ইতিহাসে ৩১তম ও জার্মান লিগে ৩২তম বার চ্যাম্পিয়ন হলো জার্মানির সেরা ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার থেকে ১২ পয়েন্টে এগিয়ে গেল বায়ার্ন।
এবারের বুন্দেসলিগায় ৩১টি ম্যাচ খেলে ২৪টি জিতেছে বায়ার্ন। বাকি তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলে বায়ার্ন গত মরশুমে নিজেদের ৭৮ পয়েন্টকে টপকে যাবে। এবার মাত্র চারটি দলের কাছে হেরেছে বায়ার্ন। মাত্র তিনটি ম্যাচ তারা ড্র করে।
নিজেদের ঘরের মাঠে বরুশিয়ার বিপক্ষে জিতলেই মিলবে টানা দশম শিরোপা–এমন সমীকরণেই খেলতে নেমেছিল বায়ার্ন। সে লক্ষ্যে বায়ার্নের হয়ে সার্জ ন্যাব্রি ও রবার্ট লেভানডফস্কি প্রথমার্ধেই গোল করেন।
দ্বিতীয়ার্ধে এমরি ক্যান পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। ৮৭ মিনিটে জামাল মুসিয়ালা বায়ার্নের তৃতীয় গোল করেন। শেষ বাঁশি বাজতেই শিরোপা উদযাপনে মাতে বায়ার্নের খেলোয়াড়রা।
এসএ/