বসুন্ধরার সামনে সেই স্বাধীনতা সংঘ
ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস অপ্রতিদ্বন্দ্বীই বলা যায়। টানা দুইবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন। আছে ঘরোয়া অন্য আসরেরও শিরোপা। কিন্তু সেই বসুন্ধরা কিংস এবার লিগ শুরু করেছিল হার দিয়ে। তাও নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে। এটি ছিল নিছক একটি অঘটনই। কারণ এরপর বসুন্ধরা কিংস যেমন হারেনি, তেমনি স্বাধীনতা সংঘও কোনো জয় পায়নি। সেই দুই দল আজ শনিবার (২৩ এপ্রিল) আবার মুখোমুখি দ্বিতীয় পর্বে।
খেলা হবে স্বাধীনতা সংঘের হোম ভেন্যু রাজশাহীর মুক্তিযোদ্ধ স্টেডিয়ামে। বসুন্ধরার সামনে প্রতিশোধ নেওয়ার পালা। স্বাধীনতা সংঘকে তা ঠেকাতে হবে। আরেকটি জয় তাদের জন্য আকাশ কুসুমই!
প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করার পরও বসুন্ধরা কিংস প্রথম পর্ব শেষ করেছে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে। এরপর তারা মাত্র ২ পয়েন্ট হারিয়েছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ড্র করে। অপরদিকে বসুন্ধরা কিংসকে হারানোর পর স্বাধীনতা সংঘ আর কোনো জয় পায়নি। ৩ ম্যাচ ড্র করে তিনটি পয়েন্ট পেয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে সবার নিচে।
আজ আরেকটি ম্যাচ আছে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। এটি উত্তরা বারিধারা ক্লাবের। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তিনে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। শেখ জামালের পয়েন্ট ২১। উত্তরা বারিধারার পয়েন্ট ৮। তারা আছে পয়েন্ট টেবিলের দশে। প্রথম পর্বে শেখ জামাল ২-১ গোলে জয়ী হয়েছিল। বসুন্ধরা কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শেখ জামালের আজকের ম্যাচে জয় খুবই জরুরি।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তাদের পয়েন্ট ২২। আগামীকাল তারা মাঠে নামবে। প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধার পয়েন্ট ৭। তাদের অবস্থানে ১১তম। রেলিগেশন এড়াতে তাদেরও পয়েন্ট প্রয়োজন।
এমপি/টিটি