আজই নিশ্চিত হতে পারে শেখ জামালের শিরোপা!
এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগ দারুণভাবে জমে উঠলেও সৃপার লিগের প্রথম রাউন্ডে পর সে লড়াই আর থাকেনি। এখন শিরোপা লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মাঝে। আরো পরিষ্কার করে বলে শেখ জামাল শিরোপার ঘ্রান নিয়েই সুপার লিগ শুরু করে। লিজেন্ডস অব রূপগঞ্জ শিরোপা লড়াইয়ে আছে অনেক কঠিন সমকরীরণে। তাদের সব খেলায় জিততে হবে আবার শেখ জামালের একাধিক হার প্রয়োজন। যা আক্ষরিক অর্থে অসম্ভবই। আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডের খেলা। এমনও হতে পারে আজই শেখ জামালের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। যদি তারা জিতে আর লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে যায়। আজ শেখ জামালকে খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বার মাঠে। মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ আবাহনী। বিকেএসপির ৩ নম্বার মাঠে খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আজকের খেলা শুরু করবে শেখ জামাল ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে। লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৮। প্রাইম ব্যাংক ও আবাহনীর পয়েন্ট ১৪ করে। গাজী গ্রুপের পয়েন্ট ১২ এবং সবার নিচে থাকা রূপগঞ্জের পয়েন্ট ১০।
শেখ জামাল সুপার লিগ শুরু করেছিল ৪ পয়েন্ট এগিয়ে থেকে। সেই ব্যবধান দ্বিতীয় রাউন্ড শেষেও এই ব্যবধান রয়ে গেছে। ৪ পয়েন্ট ব্যবধানে তাদের পেছিনে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী। কিন্তু সুপার লিগের প্রথম রাউন্ডেই প্রাইম ব্যাংকের কাছে আবাহনী হেরে গিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। দৃশ্যপটে থাকে শুধু শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ তিন ম্যাচে এই ৪ পয়েন্টের ব্যবধান কমানো লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য কঠিনই। তারপরও শেষ চেস্টা করে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। যে কারণে তারা সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে দলে নিয়ে এসেছে। সাকিব সুপার লিগের দ্বিতীয় রাউন্ড থেকে। কিন্তু তারা সাকিবকে নিয়ে আসার আগেই শেখ জামাল মুশফিক ও মিরাজকে দলে নিয়ে শক্তি আরো বৃদ্ধি করে। এই তিন ক্রিকেটারই ছিলেন মোহামেডানের। কিন্তু মোহামেডান সুপার লিগে উঠতে না পারলে এবং এই তিন ক্রিকেটার মোহামেডানের হয়ে কোন ম্যাচ না খেলাতে তাদের জন্য অন্য ক্লাবের হয়ে সুপার লিগে খেলার সুযোগ হয়ে যায়। সেই সুযোগই কাজে লাগিয়েছে শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
এদিকে শিরোপা নিশ্চিত না হলেও রেলিগেশন লিগ নিশ্চিত হয়ে গেছে খেলাঘরের। আগের ম্যাচে তারা ব্রাদার্সের কাছে হেরে গিয়ে রেলিগেশন নিশ্চিত হয়ে যায়। যে কারণে আজ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ও সিটি ক্লাবর খেলাটি শুধুই নিয়মরক্ষার।
এমপি