শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজ দরকার হলে খেলবে: পাপন
ক্রিকেট অঙ্গাণে এখন প্রধান আলোচ্য বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে মোস্তাফিজের খেলা, না খেলা। টেস্ট ক্রিকেট খেলবেন না বলে মোস্তাফিজ আগেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী বিসিবিও তাকে টেস্ট চুক্তিতে রাখেনি। যে কারণে মোস্তাফিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে চলে আসেন। টেস্ট সিরিজ আর খেলেননি। যোগ দেন আইপিএলে। এখনো খেলছেন আইপিএল।
এদিকে টেস্টের তিন পেসার তাসকিন ও শরিফুলের পর এবাদতও ইনজুরিতে পড়লে বাংলাদশের পেস বোলিং আক্রমণ একেবারে দূর্বল হয়ে পড়ে। একমাত্র বোলার সৈয়দ খালেদ। এ ছাড়া আছেন আবু জায়েদ রাহী। কিন্তু এই দুই জনকে দিয়েতো আর পেস বোলিং আক্রমণ সাজানো যাবে না। আর গেলেও তা দিয়ে কোনো ফায়দা পাওয়া আশা করা যায় না। যে কারণে মোস্তাফিজের বিষয়টি সামনে চলে এসেছে। নির্বাচকরা চাচ্ছেন এ রকম পরিস্থিতিতে মোস্তাফিজকে দলে। বিষয়টি মোস্তাফিজ জানার পর আবারো তার টেস্ট না খেলার বিষয়টি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেনে। সেই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে নিউজ করেছে। ভারতের একাধিক দৈনিকও এ নিয়ে নিউজ করেছে। আজ রাজধানীর একটি হোটেলে বিসিবির ইফতার মাহফিলেও মোস্তাফিজের বিষয়টি উঠে আসে। বিসিবির সভাপতিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান প্রয়োজন হলে মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে। তিনি বলেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। ও বলেনি টেস্ট খেলতে চায়। কিন্তু ও বলল কি বলল না সেটা বড় কথা নয়। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজেই এখন যদি শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৫ মে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২৩ মে শুরু হবে। দুই টেস্টের জন্য শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে ৮ মে।
এমপি/