সাকিব এবার স্বর্ণ ব্যবসায়ী
বিশ্ব সেরা অলরাউন্ডার কিছুদিন আগে একটি ব্যাংকের পরিচালক পদে বিনিয়োগ করেছিলেন। এবার তিনি স্বর্ণ ব্যবসায়ে নাম লিখিয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বনানীতে তার নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। এর আগে সাকিব রেস্টুরেন্ট, স্টক মার্কেট, প্রসাধনী, চিংড়ি ঘের, ট্রাভেল অ্যাজেন্সি, ইভেন্ট ম্যানেজম্যান্ট, ই-কমার্স ব্যবসায় নাম লিখিয়েছিলেন।
একদিকে খেলা ,অপরদিকে ব্যবসা, কীভাব সামাল দেন সাকিব? জবাবে তিনি জানান তার নজর শুধুই ক্রিকেট ঘিরে। ব্যবসা অনেক থাকলেও তিনি সেভাবে সময় দেন না। যোগ্যতাসম্পন্ন লোক আছেন। তারাই সেগুলো দেখাশুনা করে থাকেন।
সাকিব বলেন, ‘আমার হয়ত অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওই গুলোতে আমি নিজে সময় দেই না। হয়ত আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি, নিজে কোনো অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে, যাতে কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’সাকিব স্বর্ণ ব্যবসা করছেন কিউরিয়াস লাইফ স্টাইলের সঙ্গে যৌথভাবে।
সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। সেই সিরিজ জয়ের প্রসঙ্গও উঠে আসে। সাকিব সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতার । আমার কাছে মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু‘আমি আশাবাদী যে আমরা সিরিজটা জিততে পারব।’
এমপি/আরএ/