ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি
সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় অস্বস্তিতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। কারণ চলতি ২০২১-২২ মৌসুমে বাজে পারফর্মেন্সে কারণে প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা কঠিন হয়ে পড়ছে তার দলের জন্য। এমনকি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বাদ পড়েছে তার দলটি। এমন চাপের মধ্যে নিজের বাড়িতে বোমা হামলার হুমকি পেলেন এই ইংলিশ ডিফেন্ডার।
গত বুধবার (২০ এপ্রিল) মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পান হ্যারি ম্যাগুয়ের। বিষয়টি জানার পর তদন্তে নামে পুলিশ।
জানা গেছে, বোমা হামলার হুমকি দেওয়া বাড়িতে দুই সন্তান এবং বাগদত্তাকে নিয়ে থাকেন ম্যাগুয়ের। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ এপ্রিল) কুকুর দিয়ে সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন পুলিশ।
এদিকে এ ঘটনায় নিজের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চান না ম্যানইউ অধিনায়ক। এ বিষয়ে তার এক মুখপাত্র বলেন, ‘নিজের পরিবার ও তার আশেপাশের লোকজনের নিরাপত্তার বিষয়টি হ্যারির (ম্যাগুয়ের) কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্সেনাল ম্যাচের জন্য নিজের স্বাভাবিক প্রস্তুতিও চালিয়ে যাবেন তিনি।’
এসআইএইচ