রোনালদোদের হেড কোচ এরিক টেন হাগ
অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজদের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন নেদারল্যান্ডসের এরিক টেন হাগ। গত বছরের নভেম্বরে ওলে গানার সুলশারের বিদায়ের পর দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে রালফ রাগনিককে আনে ম্যানচেস্টার ইউনাইটেড।
জানা গেছে, তিন বছরের জন্য হেড কোচ হিসেবে টেন হাগকে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার। ইংল্যান্ডে কাজের ভিসা প্রাপ্তি সাপেক্ষে ২০২৫ সালের জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দায়িত্ব পালন করবেন তিনি। এর পরও যদি কোচের দায়িত্বে থাকতে চান সেক্ষত্রে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন টেন হাগ। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারাটা গর্বের বিষয় এবং আগামীর চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত। তাদের চাওয়া পূরণ করতে সক্ষম এমন একটা দল গড়তে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
২০১৭ সালের ডিসেম্বর থেকে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের কোচ ছিলেন টেন হাগ। তার নেতৃত্বে ২০১৯ ও ২০২১ সালে লিগ ও কাপ জিতে আয়াক্স। এ ছাড়াও ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলে দলটি।
এদিকে চুক্তি মোতাবেক অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে না থাকলেও দলের সঙ্গেই থাকছেন রাগনিক। এখন থেকে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এসআইএইচ