এবাদতের হাতে ৭/৮টি সেলাই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সংশয় নেই
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেনের শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা আপাতত কেটে গেছে। ডান হাতের আঙুলে ৭/৮ সেলাই পড়ার পরও তিনি খেলতে পারবেন। তার সুস্থ হয়ে উঠতে ১২ দিনের মতো সময় লাগবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হতে এখনও ২৫ দিনের মতো সময় আছে। এবাদতের আশা এর আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
তিনি বলেন, ‘আমার হাতে ৭/৮টি সেলাই পড়েছে। সুস্থ হতে ১২ দিনের মতো সময় লাগবে। এরপর আশা করছি আমি মাঠে নামতে পারব। পুরোপুরি বোলিং করতে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার সম্ভাবনা কতোটুকু জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হতে এখনও ২৫ দিনের মতো সময় আছে। এর আগেই আমি মাঠে ফিরতে পারব।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকা। টেস্ট শুরু হবে ২৩ মে।
এবাদত আজ প্রিমিয়ার ক্রিকেট লিগে তার ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। ইনিংসের ৪৯ নম্বর ওভারের প্রথম বলে ইনজুরিতে পড়েছিলেন। তার বলে ব্যাট করছিলেন নাসুম আহমেদ। নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের দুইটি আঙুলের মাঝে ফেটে যায়। এরপর তিনি মাঠ ছেড়ে বের হয়ে যান। সেই ওভারের পরের ৫টি বল করেছিলেন জিয়াউর রহমান। ম্যাচে এবাদত ৭.১ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর এবাদত দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচ তিনি খেলেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ৭ ওভার বোলিং করে ৪২ রানে নিয়েছিলেন ৩ উইকেট।
মাঠ ছেড়ে আসার পর তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার হাতে সেলাই দেওয়া হয়।
এমপি/এসএন