প্রথম দিনই মাঠে নামবে বসুন্ধরা কিংস
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের দুইটি ক্লাবের আর খেলা হয়নি। প্লে অফ রাউন্ডে আবাহনী লিমিটেড ১-৩ গোলে কলকাতার মোহনবাগানের কাছে হেরে গেলে সুযোগ হারায় আকাশি-হলুদ শিবির। সেখানে জায়গা করে নেয় ভারতের দ্বিতীয় দল হিসেবে মোহনবাগান। সরাসরি খেলার সুযোগ পেয়েছে ভারতের অপর ক্লাব গোকুলাম কেরালা।
এদিকে এবারে আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসরের অপর দল মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস।
‘ডি’ গ্রুপের সব খেলা অনুষ্ঠিত হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। ১৮ মে আসর গড়াবে মাঠে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) খেলার সূচি প্রকাশ করেছে এএফসি। প্রতিদিন দুইটি করে খেলা। যে কারণে প্রথমদিনই মাঠে নামবে বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ মার্জিয়া স্পোর্টস। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। কিন্তু বসুন্ধরার পরের দুইটি খেলা আবার দুপুর দুইটায়। ২১ তারিখ খেলবে মোহনবাগানের বিপক্ষে। ২৪ তারিখ তাদের শেষ প্রতিপক্ষ গোকুলাম কেরালা। প্রেতি খেলার পর দুই দিন বিরতি রাখা হয়েছে।
সল্ট লেকে ফ্লাড লাইট আছে। এই মাঠেই আবাহনী প্লে অফ খেলেছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু এবার ফ্লাড লাইটে কোনো খেলা রাখা হয়নি। দুপুরে যখন খেলা শুরু হবে, তখন তাপমাত্র থাকবে খুব বেশি। এই বেশি তাপমাত্রায়ই খেলতে হবে বসুন্ধরা কিংসকে। চার দলের সবারই দুপুরে দুইটি করে খেলা রাখা হয়েছে।
এমপি/এমএমএ/