দাপুটে জয়ে ফের শীর্ষে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থানে উঠে এল ম্যানচেস্টার সিটি।
বুধবার (২০ এপ্রিল) রাতে ব্রাইটনকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পেপ গার্দিওলার শিষ্যরা। তিনটি গোল করেন— রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন ও বের্নাদো সিলভা।
ইতিহাদে বুধবার রাতে ওই ম্যাচে খেলতে নেমে শুরুতেই বেশ কয়েকটি আক্রমণে যায় ম্যানসিটি। কিন্তু সেই আক্রমণের ফিনিশিং হচ্ছিল না। ব্রাইটনের রক্ষণ সব আক্রমণ রুখে দেয়। কোনো দলই গোলের দেখা না পেয়ে বিরতিতে যায়। বিরতির পর নিজেদের চেনা রূপে ফিরে ম্যানসিটি। ৫৩তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রিয়াদ মাহরেজ। কেভিন ডি ব্রুইনার পা থেকে বক্সে ব্রাইটন ডিফেন্ডারের গায়ে লেগে বল যায় মাহরেজের পায়ে। দারুণ শটে লক্ষ্যভেদ করেন আলজেরিয়ান এই ডিফেন্ডার। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। কর্নারে বল বক্সে না ফেলে মাহরেজ বাড়ান বাইরে থাকা ফোডেনকে। দূর থেকে এই ফরোয়ার্ডের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালের দেখা পায়।
৮২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সিলভা। ব্রাইটন ডিফেন্ডারের ভুলে বল পেয়ে সিলভাকে বাড়ান ডি ব্রুইনা। বক্সের ঠিক উপর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সিটির ঠিক পেছনেই রয়েছে লিভারপুল। আর ব্রাইটন ৩৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দশে রয়েছে।
আরএ/