সাকিব-মুশফিক মাঠে নামছেন বৃহস্পতিবার
জমজমাট প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার (২১ এপ্রিল) অন্য রকম মাত্রা যোগ হবে। একে তো শিরোপার প্রশ্ন আছেই, সেখানে আবার চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবেন সাকিব-মুশফিকের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। এই পাল্লা ভারী হতে পারে তামিমও খেললে।
সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে মুখোমুখি হবে শিরোপার ঘ্রান পেতে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ জামাল। রূপগঞ্জ টাইগার্স শিরোপার রেসে নেই। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ম্যাচ জিতলে শেখ জামাল শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে।
মুশফিকুর রহিমকে এই ম্যাচে প্রথমবারের মতো খেলতে দেখতে যাবে। গত ম্যাচেই তার খেলার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর পর্যাপ্ত অনুশীলন না করাতে আর মাঠে নামেননি মি. ডিপেন্ডেবল। মুশফিক ছিলেন মোহামেডানের খেলোয়াড়। কিন্তু মোহামেডান সুপার লিগে উঠতে না পারাতে মুশফিক কোনো ম্যাচ খেলতে পারেননি তাদের হয়ে। যে কারণে শেখ জামাল তাকে ও মিরাজকে নিজেদের দলে টেনে নেয়। মিরাজও ছিলেন মোহামেডানের খেলোয়াড়।
এই দুই জনের মতো সাকিবও ছিলেন মোহামেডানের। তাকে দলে টেনে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। শেখ জামালের চেয়ে ৪ পয়েন্ট পেছনে থেকে শিরোপার দৌড়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কঠিন হলেও তারা হাল ছাড়ছে না। তাইতো নিয়ে এসেছে সাকিবকে। বুধবার সকালে যুক্তারষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন সাকিব।
আজ তিনি মাঠে নামবেন। বিকেএসপির ৪ নম্বার মাঠে প্রতিপক্ষ প্রাইম ব্যাংক।রূপগঞ্জ টাইগার্সের মতো শিরোপা লড়াইয়ে নেই প্রাইম ব্যাংকও। তারপরও তারা সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আবাহনীকে হারিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে ফেলে দিয়েছে। সাকিবের মতো এই ম্যাচে তামিমকেও দেখা যেতে পারে লিগে প্রথমবারর মতো। তবে তামিমের ক্লাব আগে থেকেই ছিল প্রাইম ব্যাংক। তামিম মঙ্গলবার এসেছেন লন্ডন থেকে।
বিকেএসপির ৩ নম্বার মাঠে দিনের অপর ম্যাচে থাকবে না কোনো উত্তাপ। প্রাইম ব্যাংকের কাছে আগের ম্যাচে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া আবাহনী খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। গাজী গ্রুপ সুপার লিগে এসেছে সবার নিচে থেকে। ১১ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৪, গাজী গ্রুপের পয়েন্ট ১০।
এমপি/এমএমএ/