শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিবর্তন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। পূর্ব সূচি অনুৃযায়ী প্রস্তুতি ম্যাচের ভেন্যু ছিল চট্টগ্রামে।
পরিবর্তন হওয়ার কারণে তা এখন অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। ভেন্যু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারিখও পরিবর্তন হয়েছে। আগের ঘোষিত তারিখ অনুযায়ী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ। এখন তা অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মে।
প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিবর্তনের কারণে শ্রীলঙ্কা দলের আরও কিছু আনুষঙ্গিক পরিবর্তনও হয়েছে। চট্টগ্রামে প্রথম টেস্ট ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু হওয়াতে শ্রীলঙ্কা দল চট্টগ্রামে অবতরণ করার কথা ছিল। এখন তারা অবতরণ করবে ঢাকাতে। ৮ মে ঢাকায় আসার পর ৯ মে অনুশীলন করে পরের দুই দিন খেলবে প্রস্তুতি ম্যাচ। ১২ তারিখ চলে যাবে চট্ট্রগামে।
সেখানে ১৩ ও ১৪ মে অনুশীলন করে ১৫ খেলতে নামবে প্রথম টেস্ট। ২০ তারিখ আবার ফিরে আসবে ঢাকায়। ২১ ও ২২ মে করবে আবার অনুশীলন। এরপর ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এদিকে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসাতে শ্রীলঙ্কা দলের জন্য নিয়ম-কানুনও কিছুটা শিথিল করা হয়েছে। তাদের জন্য কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। শুধু করোনা টেস্ট করাতে হবে। নেগেটিভ আসলে পরের দিনই তারা অনুশীলনে নামতে পারবেন ।
এমপি/এমএমএ/