হকিতে কোটি টাকার স্পন্সর করল মার্কেন্টাইল ব্যাংক
বাংলাদেশের হকি খেলা মাঠে ও মাঠের বাইরে সমানভাবে আলোচিত-সমালোচিত। তা যেমন ফেডারেশনের নির্বাচন নিয়ে, তেমনি খেলা নিয়েও। সর্বশেষ নির্বাচনে যেমন তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে, তেমনি পক্ষপাতিত্বের অভিযোগ এনে না খেলা, মারামারিট, লিগে না খেলা এ সব যেন নৈমিত্তিক বিষয়য় হকির ক্ষেত্রে। এইতো মাত্র কয়েকদিন আগে জাতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণা করার পর আবার বাদ দেয়া হয়। এতো সবের মাঝে অবশেষে হকির জন্য পাওয়া গেছে সুখবর। পেয়ে গেছে কোটি টাকার স্পন্সর। দুইটি আসরের জন্য জাতীয় দলের জন্য ১ কোটি ১০ লাখ টাকার স্পন্সর করছে মার্কেন্টাইল কো-অপরেটিভ ব্যাংক লিমিটেড। দুইটি আসর হলো এশিয়ান গেমস হকি বাছাই ও এশিয়া কাপ হকি। আজ বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে স্পন্সরের সমপরিমাণ টাকার চেক হকি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের কাছে তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এশিয়ান গেমস হকির বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে ৬ থেকে ১৫ মে পর্যন্ত। এশিয়া কাপের আসর বসবে ইন্দোনেশিয়ার জার্কাতায় ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত।
দুইটি আসরকে সামনে রেখে বাংলাদেশ দল ভারতীয় কোচ গোপীনাথের তত্ত্বাবধানে ৩৬ জন খেলোয়াড়কে নিয়ে ১২ এপ্রিল থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার পর দল চুড়ান্ত করেছে ২০ জনকে নিয়ে। এই ২০ খেলোয়াড়কে নিয়ে পরে ফেডারেশনের সভাপতির সঙ্গে ফটোসেশনও করা হয়।বাংলাদেশ এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিতে ৩ মে দেশ ছাড়বে।
এমপি