বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের স্বাক্ষর
সাকিব যেন মানব নয়, যন্ত্র। দীর্ঘ বিমান যাত্রা শেষে আজ সকালে বাংলাদেশে এসেছেন। কালই তাকে মাঠে নামতে হবে প্রিমিয়ার সুপারি লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আমেরিকা থেকে আসলে জেট লগের একটা বিষয় থাকে। তারপর বিশ্রামটাও খুবই জরুরি। কিন্তু সাকিবের ক্ষেত্রে এ সবের যেন বালাই নেই। সকালে বাংলাদেশে এসে কিছুক্ষন পর মিরপুরের হোম অব ক্রিকেটে। উদ্দেশ্য বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করা।
বিসিবি চলতি বছরের জন্য ২১ ক্রিকেটারের নাম আগেই প্রকাশ করেছে ১০ মার্চ। এবার চুক্তি করকেত গিয়ে বিসিবি ক্রিকেটারদের মতামতকে প্রাধান্য দিয়েছে। কে কোন ফরম্যাটে খেলবেন তার ভিত্তিতেই করা হয় ক্রিকেটারদের চুক্তির তালিকা করা হয়েছে। তিন ফরম্যাটে আছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন-মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
১০ মার্চ চুক্তির জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হলেও জাতীয় দল ও ঘরোয়া আসরের জন্য ক্রিকেটারতের সঙ্গে বিসিবির চুক্তি সম্পন্ন করা সম্ভব হয়নি। সেই কাজটিই আজ করা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আজ সবাইকে একসঙ্গে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল। আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি। প্লেয়াররা কোন ফরম্যাটের জন্য ভালো তারা সেভাবেই চুক্তিতে স্বাক্ষর করেছে। এটা তো ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোন ফরম্যাট খেলবে।’
জালাল ইউনুস বলেন, ‘আমরা তো চাই খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারে না, সেটা ভিন্ন জিনিস। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব। আমার মনে হয় এখন সময় এসেছে যে খেলোয়াড়দের বলতে পারি তোমাকে এই ফরম্যাটে চাই আমরা। এটা আমরা বলতে পারি, তখন সে বলতে পারে
পারবে কি না। কিন্তু খেলোয়াড়রা কোন ফরম্যাটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই। মোস্তাফিজ, সাদমান ইসলামসহ তিনজন আসেননি।’
আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ৫ ক্রিককেটার। তারা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। সাইফউদ্দিন ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে, সাইফ ও রাহী টেস্ট, সৌম্য ও শামীম টি-টোয়েন্টি চুক্তিতে ছিলেন। নতুন করে চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।
এমপি/এমএমএ/