সুপার লিগ খেলে সাকিবের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি!
জীবন যেন এক বহতা নদী। কোনো কিছুই থেমে থাকে না। আবার কারো জন্য কোনো কিছু আটকেও থাকে না। এইতো মাত্র কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাকিবের জন্য তারা অপেক্ষা করবেন। তার মতামত জানতে চাইবেন। তার সেই কথার তিন দিনের মাথায় সাকিব বাংলাদেশে। যুক্তরাষ্ট্র থেকে আজ বুধবার (২০ এপ্রিল) সকালে এসেছেন। খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। আর সিরিজে ভালো করার জন্য নিজেকে একটু বেশি ঝালাই করে নিতে তিনি প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে নিজের খেলা নিয়ে সাকিব বলেন, ‘এটা সন্দেহের কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।’
সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল সিরিজ। যেখানে সাকিবেরও ছিল বেশ ভালো ভূমিকা। ওয়ানডে সিরিজের পর তার দুই টেস্টের সিরিজও খেলার কথা ছিল। কিন্তু পরিবারের একাধিক সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাকিব টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন। পরে মেয়ে আলাইনার পড়ালেখার জন্য তাকে নিয়ে যুক্তারাষ্ট্র চলে যান। এরপর ফিরলেন আজ সকালে। সাকিব খেলায় নেই প্রায় একমাস। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তা বেড়ে গিয়ে হবে প্রায় দেড়মাসেরও বেশি। এভাবে লম্বা বিরতিতে মাঠে নেমে ভালো করা নিয়ে সংশয় থেকেই যায়। কিন্তু সাকিব নিজেকে কোনো সংশয়ের মাঝে রাখতে চান না। তাইতো তিনি হঠাৎ করেই নাম লেখান প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ লিজেন্ডস অব রূপগঞ্জে। আগামীকালই তিনি প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন। যে কারণে দেশে ফিরে আসা।
বিমানবন্দরে এ ক্লাবে খেলা নিয়ে সাকিব বলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া। মানে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। ভাবলাম, যেহেতু একটা সুযোগ আছে খেলার, সামনে শ্রীলঙ্কা সিরিজটাও আছে। এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, আমার জন্য প্রস্তুতি ভালো হবে। যেহেতু বেশ অনেক দিনের গ্যাপ হয়ে গেল, প্রায় এক মাসের মতো হয়ে গেল যে ক্রিকেট খেলি না। যদি এই চারটা ম্যাচ খেলতে পারি, খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। তো সেজন্যই সুযোগটি নেওয়া।’
যে পারিবারিক কারণে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ফিরে এসেছিলেন দেশে, সেই পরিবারের অবস্থা এখন ভালো হওয়াতে তিনি মানসিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানান।
সাকিব বলেন, ‘এখন অবশ্যই বেটার ফিল করছি। ফোকাসটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’
মোশাররফ হোসেন রুবেলের মৃত্যু সংবাদ সাকিব পেয়েছিলেন বিমানে থাকা অবস্থায়। তার মৃত্যুকে তিনি দুঃখজনক বলে ব্যক্ত করেন।
সাকিব বলেন, ‘আসলে খুবই দুঃখজনক। আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। নিউজ দেখছিলাম যে তিনি মাত্র বাসায় গেলেন। একটু বেটার ফিল করছিলেন। তো ভাবলাম যে সামহাউ বুঝি সারভাইভ করলেন। আরেকজনের সঙ্গে কথাও বলছিলাম এটা নিয়ে যে, হয়তো কম বয়স দেখে সারভাইভ করতে পারছে। তবে হঠাৎ করে খরবটা পাই যখন প্লেনে ছিলাম। খুবই দুঃখজনক, তবে জীবনে যে কোনো কিছুর গ্যারান্টি নেই, সেটির একটি প্রমাণ এটি।’
এমপি/টিটি