আবারও হাসপাতালে ক্যানসার আক্রান্ত পেলে
ক্যানসারের সঙ্গে বেশ আগে থেকেই লড়াই করছেন কিংবদন্তি ফুটবলার পেলে। এ রোগের চিকিৎসার জন্যই আবারও হাসপাতালে ফিরতে হয় তিনবার বিশ্বকাপজয়ী এ ব্রাজিলিয়ান খেলোয়াড়কে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে সোমবার (১৮ এপ্রিল) পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি জানিয়েছে। এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে।
বিবৃতিতে পেলের পুরো নাম এডসন অরান্দেস দো নাসিমেন্তো নাম ব্যবহার করে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে কিংবদন্তির। থাকতে হবে কিছুদিন।
গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করে পেলের মলাশয়ের টিউমার অপসারণ করা হয়। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন। এর পর থেকেই হাসপাতালে যাওয়া-আসার মধ্যে আছেন পেলে।
হাসপাতালের বিবৃতিতে বলা হয়, গত বছর সেপ্টেম্বরে ধরা পড়া মলাশয়ের টিউমারের চিকিৎসা চালিয়ে যেতে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো। তিনি শারীরিকভাবে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
গত সেপ্টেম্বরে পেলের টিউমার অপসারণের পর তার কেমোথেরাপি লাগবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
বয়স বাড়ার সঙ্গে সাম্প্রতিক বছরগুলোয় স্বাস্থ্যগত বেশ কয়েকটি সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে। এর আগে করা অস্ত্রোপচারের কারণে অন্য কারও সহায়তা ছাড়া চলাফেরা করা কঠিন হয়ে উঠেছে তার জন্য। গত ফেব্রুয়ারিতে মূত্রাশয়ে সংক্রমণের চিকিৎসা করাতে হাসপাতালে প্রায় দুই সপ্তাহ থাকতে হয় পেলেকে।
২০১৪ সালেও মূত্রাশয়ের সংক্রমণে ভুগেছেন পেলে। সে বছর কিডনিতেও ডায়ালাইসিস করান এবং কোমরের সমস্যায় ভুগেছেন। ২০১৯ সালে অস্ত্রোপচার করে কিডনির পাথর অপসারণ করান।
এই অস্ত্রোপচারের আগে প্যারিসে পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় সান্তোস ও নিউইয়র্ক কসমস মাতানো ফুটবলারকে। তখনও মূত্রাশয়ের সমস্যায় ভুগছিলেন তিনি। গত জানুয়ারিতে পেলেকে নিয়ে দুঃসংবাদ জানিয়েছিল সংবাদমাধ্যম ইএসপিএন—তার যকৃতে টিউমার ধরা পড়েছে এবং ফুসফুসেও আরেকটি টিউমার বেড়ে উঠছে।
তখন ইএসপিএনের এ খবর স্বীকার কিংবা অস্বীকার করেননি পেলের বাণিজ্যিক ব্যবস্থাপক। হাঁটতে অসুবিধা হওয়ায় এর আগে কোমরে অস্ত্রোপচারও করিয়েছেন পেলে।
টিটি/