শ্রীলঙ্কা সিরিজে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
সাকিবের টেস্ট ম্যাচ খেলা নিয়ে সমস্যার যেন শেষ নেই। অনেক নাটকের পর সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব গেলেও টেস্ট সিরিজ আর খেলা হয়নি ।
পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়াতে তিনি ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন। এর মাঝে শাশুড়ির অবস্থা খারাপ হলে (পরে তিনি ইন্তেকাল করেন) স্ত্রী ও দুই সন্তানকে রেখে বড় মেয়ের পড়ালেখার জন্য তাকে নিয়ে সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি সেখানেই আছেন।
এদিকে দরজায় কড়া নাড়ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ। কিন্তু সাকিবের খেলা নিয়ে আছে অনিশ্চিয়তা। বিসিবি আছে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনুশীলন শুরু হবে ঈদের পর ৮ মে। আর সিরিজ শুরু হবে চট্টগ্রামে ১৫মে। সময়ের হিসেবে এখনো প্রায় এক মাসের মতো বাকি আছে সিরিজ শুরু হতে।
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের যাওযা নিয়ে সৃষ্ট নাটকের অবসান হয়েছিল সাকিবকে ‘ব্লাঙ্ক চেক’ দেওয়ার মতোই। জাতীয় দলের হয়ে সাকিব খেলবেন তার মতো করে। সেখানে থাকবে বিসিবির সম্মতি।
রবিবার (১৭ এপ্রিল) জালাল ইউনুস বলেন, ‘দুয়েক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’
এমপি/এমএমএ/