সুপার লিগ শুরু ১৮ এপ্রিলই
ঢাকাপ্রকাশ-এ শুক্রবারই প্রকাশিত হয়েছিল সুপার ক্রিকেট লিগ শুরু হবে ১৮ এপ্রিল। একই তারিখে শুরু হবে রেলিগেশন লিগও। শনিবার লিগ কমিটি বৈঠকে বসে সেই তারিখই চূড়ান্ত করেছে। সুপার লিগে প্রতিদিন তিনটি করে খেলা। প্রতি খেলায় রাখা হয়েছে রিজার্ভ ডে। কোনো কারণে নির্দিষ্ট দিনে খেলা না হলে রিজার্ভডেতে খেলা গড়াবে। প্রথম দুই রাউন্ডে দুই দিন করে বিরতি রাখা হয়েছে। শেষ তিন রাউন্ডে বিরতি একদিন করে। প্রথম দিন বিকেএসপির ৩ নম্বারে মাঠে মুখোমুখি হবে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ও ১০ পয়েন্ট নিয়ে সুপার লিগে সবার নিচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির ৪ নম্বারে মাঠে খেলবে পয়েন্ট টেবিলের তিনে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও ১০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আবাহনী ও ১২ পয়েন্ট নিয়ে চারে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগ শেষ হবে ২৮ এপ্রিল।
একই দিন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে রেলিগেশন লিগের খেলাও। মুখোমুখি হবে সিটি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘ। সিটি ক্লাবের পয়েন্ট ৬, খেলাঘরের পয়েন্ট ২। সিটি ক্লাব জিতলেই খেলাঘরের রেলিগেশন নিশ্চিত হয়ে যাবে। কারণ রেলিগেশন লিগের অপরদল ব্রাদার্সের পয়েন্টও ৬। এবার রেলিগেশনে নামবে একটি ক্লাব। বর্তমান রানার্সআপ প্রাইম দোলেশ্বর নিজ থেকেই রে যাওয়াতে একটি ক্লাব এমনিতেই কমে গেছে।
সুপার লিগের খেলাগুলো জিটিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। প্রতিদিন তিনটি করে খেলা থাকাতে শুধুমাত্র মিরপুর স্টেডিয়ামের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাকি দুইটি খেলা ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।
এমপি