কলকাতা পৌঁছেছে আবাহনী
এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে আজ বেলা ১২টার দিকে ভারতের কলকাতা পৌঁছেছে আবাহনী লিমিটেড। আগামী ১৯ এপ্রিল তারা কলকাতার মোহনবাগানের বিপক্ষে খেলবে প্লে অফ ম্যাচ।
বিজয়ী দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। যেখানে তারা সঙ্গি হিসেবে ‘ডি’ গ্রুপে পাবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরারা ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসকে। গ্রুপ পর্বের খেলা ১৮ থেকে ২৪ মে কলকাতাতেই অনুষ্টিত হবে।
আবাহনী ও মোহনবাগান দুই দল মুখোমুখি হচ্ছে প্লে অফ বিজয়ী হয়ে। মোহানবাগান ৫-০ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাবকে। আবাহনীর প্রতিপক্ষ ছিল মালদ্বীপের ভ্যালেন্সিয়া। কিন্তু তারা না আসাতে আবাহনী ওয়াকওভার পায়। এবার দুই একটিই ম্যাচ খেলবে। খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও মীমাংসা না হলে টাইব্রেকারে গড়াবে ম্যাচ।
এএফসি কাপে ২০১৭ সালেও আবাহনী ও মোহানবাগান মুখোমুখি হয়েছিল। নিজেদের মাঠে আবাহনী জিততে না পারলেও কলকাতায় গিয়ে মোহনবাগানের কাছে হেরেছিল ৩-১ গোলে। আবাহনীর সামনে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ।
সে লক্ষ্যে এবার বেশ কোমার বেঁধেই গিয়েছে আবাহনী। তাদের তুরুপের তাস কোস্টারিকার কলিন্দ্রেসতো আছেনই। আরেক নির্ভরতার প্রতিক মূল স্ট্রাইকার দোরিয়েলতন ইনজুরিতে। তার খেলার সম্ভাবনা খুবই কম। তার শূন্যস্থান পূরণ করতে আবাহনী স্বাধীনতা সংঘ থেকে বসনিয়ার স্ট্রাইকার নেদো তুর্কভিচকে দলে নিয়েছে।
এমপি/এমএমএ/