সুপার লিগ শুরু ১৮ এপ্রিল
জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণত ঘরোয়া লিগে খেলে ভালো করে নজরকাড়ার পরই জাতীয় দলে প্রবেশ করে থাকেন। আবার কেউ ভালো করতে না পারার কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিরে যান ঘরোয়া আসরে নিজেকে ফিরে পেতে। এখানে কেউ সফল হন, কেউ বা হতে পারেন না।
ঘরোয়া আসরের সবচেয়ে জমজমাট প্রিমিয়ার ক্রিকেট লিগে এবারে সাকিব-মুশফিক-মিরাজের মতো ক্রিকেটাররা কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি। তাদের এ রকম না পাওয়ার কারণ ছিল জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। এই তিন ক্রিকেটার বিশেষ করে মুশফিক-মিরাজ খেলতে পারতেন যদি তাদের ক্লাব মোহামেডান সুপার লিগে জায়গা করে নিতে পারত।
গতবার লিগ শেষ হওয়ার পরপরই সাকিব-তাসকিনকে ধরে রাখার পাশাপাশি মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ-সৌম্য সরকারকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল মোহামেডান। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে সৌম্য ও মাহমুদউল্লাকে ছাড়া বাকিদের পাওয়াই যায়নি। তাইতো শক্তিশালী দল শুধু কাগজেই থেকে যায়, মাঠে আর দেখাতে পারেনি। এই না দেখাতে পারার কারণে মোহমেডানকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে থেকে লিগ শেষ করতে হলো। মোহামেডানের সমান ১০ পয়েন্ট করে ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবেরও। তিন দলের পয়েন্টই সমান হয়ে যাওয়াতে অনুসরণ। করতে হয় বাইলজ। বাইলজ অনুসারে পয়েন্ট সমান হলে সবচেয়ে বেশি জয় দেখা হয়। তিন দলেরই সমান পাঁচটি করে জয় হওয়াতে পরে দুই নম্বর ধারা অনুসরণ করা হয়। যেখানে আছে হেড টু হেড। এখানেই পিছিয়ে পড়ে মোহামেডান। কারণ তারা এই দুই দলের কাছেই হেরেছিল। এই দুই দলকে নিয়ে সুপার লিগের অপর চার দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শেখ জামাল ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। শেষ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জ মোহামেডানের কাছে ৮০ রানের বড় ব্যবধানে হেরে যাওয়াতে দুই থেকে তিনে নেমে গেছে। আবাহনী উঠে এসেছে দুইয়ে। এই দুই দলেরই পয়েন্ট ১৪ করে। চারে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২। রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপের পয়েন্ট সমান ১০ করে।
সুপার লিগ শুরু ১৮ এপ্রিল শুরু হবে বলে সিসিডিএম সূত্রে জানা গেছে। এ জন্য আগামীকাল (১৬ এপ্রিল) লিগ কমিটির সঙ্গে সুপার লিগের ক্লাবগুলোর একটি বৈঠক হবে। সেই বৈঠকেই সুপার লিগের সব কিছু চূড়ান্ত হবে। সুপার লিগেও প্রতিদিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে রাখা হয়েছে একদিন রিজার্ভ ডে। কোনো কারণে সূচি অনুযায়ী খেলা না হলে তা রিজাভডেতে অনুষ্ঠিত হবে। এদিকে একই তারিখ রেলিগেশন লিগও শুরু হবে বলে জানা গেছে। রেলিগেশন লিগ খেলবে সিটি ক্লাব (১০ পয়েন্ট) ব্রাদার্স ইউনিয়ন (১০ পয়েন্ট) এবং খেলাঘর (২ পয়েন্ট)।
সুপার লিগ বেশ সুবিধাজনক অবস্থান থেকে শুরু করবে শেখ জামাল। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। শিরোপা জেতার জন্য সুপার লিগের ৫ খেলা থেকে তাদের তিনটি জয় প্রয়োজন। শেখ জামালেকে টেক্কা দিতে হলে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পাশাপাশি তাদের শেখ জামালের অমঙ্গল কামনা করতে হবে।
এমপি/আরএ/