পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে শেখ জামাল
সিটি ক্লাবকে ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল মাত্র ১৯৭ রান করে অলআউট হয়। জবাব দিতে নেমে সিটি ক্লাবও অলআউট হয় ১৪৪ রানে।
১০ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১৮। সিটি ক্লাব ৬ পয়েন্ট নিয়ে খেলবে রেলিগেশন লিগ। তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর।
অপরদিকে, সুপার লিগে শেখ জামালের সঙ্গী হয়েছে লিজন্ডেস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ গ্রুপ ক্রিকেটার্স।
টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল সিটি ক্লাবের বোলারদের তোপে পড়ে ৪৬.২ ওভারে মাত্র ১৯৭ রান করে অলআউট হয় শেখ জামাল। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এ ছাড়া রবিউল ইসলাম রবি ২৪, মৃত্যুঞ্জয় চৌধুরী ২০ রান করেন। মো. মাইনুল ইসলাম সোহেল ৩৮ ও আব্দুল হালিম ৪১ রানে নেন ৩টি করে উইকটে। ২টি করে উইকেট নেন শাহরিয়ার আলম মাহিম ও রাজিবুল ইসলাম।
টার্গেট ছোট। কিন্তু সেই ছোট টার্গেটই সিটি ক্লাবের ব্যাটসম্যানদের সামনে বড় করে তুলেন রবিউল ইসলাম রবির নেতৃত্বে শেখ জামালের বোলাররা। অর্ধশত রানের আগেই হারায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক জাওয়াদ রুহানের ৪৫ ও নাজমুল হোসেন মিলনের ৩৩ রানে তাদের ভরাডুবি ঠেকে। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে অলআউট হয় ১৪৪ রানে। রবি ১৯ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জিয়াউর ও পারভেজ রাসুল। ম্যাচ সেরা হয়েছেন ইমরুল কায়েস
এমপি/আরএ/