ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রুটের পদত্যাগ
ব্যাট হাতে নিজে সফল, কিন্তু দল ব্যর্থ। দলের ব্যর্থতার গভীরতা এতোই বেশি ছিল যে তা রীতিমতো চোখ কপালে উঠার মতো। সর্বশেষ খেলা ১৭ টেস্টে মাত্র একটি জয়। ১১ হারের বিপরীতে ড্র ৫টি। অথচ এ সময় ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি আর ৬টি হাফ সেঞ্চুরি এসেছে। গত বছর এক ক্যালেন্ডারে রান ১৭০৮, যা এক ক্যালেন্ডারে তৃতীয় সর্বোচ্চ আর দেশের হয়ে সর্বোচ্চ। এই ব্যক্তিটি হলেন জো রুট আর দলটি হলো ইংল্যান্ড। এই দুইয়ের যোগ ফল হলো রুট দলটির অধিনায়ক।
ব্যক্তিগত সাফল্য যতোই আসুক না কেন, তা যদি দলের জন্য মঙ্গল বয়ে না আনতে পারে, তার কোনো মূল্যই থাকে না। যে কারণে শুরু হয় সমালোচনা। তীর্যক সমালোচনার মুখে অবশেষে সরে দাঁড়িয়েছেন জো রুট।
সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘উইন্ডিজ সফর থেকে ফিরে আসার পর আমি সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করতে থাকি। এখানে সিদ্ধান্ত নিতে আমি অনেক সময় পেয়েছিলাম। যা আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যথেষ্ট সহায়তা করেছে। এই সিদ্ধান্ত ছিল আমার জন্য অনেক কঠিন একটি সিদ্ধান্ত। শেষ পর্যন্ত সেই কঠিন সিদ্ধান্তই আমি নিতে পেরেছি। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার পরিবারের সদস্য ও ঘনিষ্ট কাছের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আমি নিয়েছি।’
দলকে নেতৃত্ব দিতে পেরে রুট বলেন, ‘আমি নিজেকে খুবই গর্বিত ভাবি যে আমার দেশকে নেতৃত্ব নিতে পেরেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের ব্যর্থতায় অনেক সমালোচনা হয়েছে। যা আমার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
জো রুটের ব্যর্থতার তালিকায় ছিল অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে অ্যাসেজ হার, উইন্ডিজ সফরে ১-০ ব্যবধানে, ভারত সফরে ২-১ ব্যবধানে, নিউজিল্যান্ডের কাছে ১-০, নিজ দেশে ভারতের কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হার।
জো রুট যে শুধুই হারের সঙ্গে সখ্যতা গড়েছেন, তা কিন্তু নয়, তার সময়ে দল সাফল্যও পেয়েছে। ২০১৮ সালে অ্যালিস্টার কুকের উত্তরসূরি হয়ে দলের নেতৃত্ব পাওয়ার পর হেরেছেন ২৬ টেস্টে। কিন্তু দলকে জয়ী করিয়েছেন ২৭ টেস্টে। তার এই সাফল্যের পেছনে পড়ে যায় অধিনায়ক হিসেবে মাইকেল ভনের ২৬, অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্্রু স্ট্যাউসের ২৬ জয়। হার যেমন সবচেয়ে বেশি, তেমনি জয়ও সবচেয়ে বেশি। সব মিলিয়ে তিনি সবচেয়ে বেশি ৬৪ টেস্টে নেতৃত্বও দিয়েছেন।
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন রুট। তিনি বলেন, ‘আমি খেলাটা চালিয়ে যাব। পরবর্তী অধিনায়ক এবং দলকে আমি আমার স্থান থেকে সহায়তা করে যেতে চাই।’
জো রুট এখন পর্যন্ত ১১৭ টেস্ট খেলে ২৫ সেঞ্চুরি ও ৫৩ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৯৮৮৯ রান।
এমপি/আরএ/