শাহবাজ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রমিজ
ইমরান সরকারের পতনের পর থেকে ধারণা করা হচ্ছিল এবার হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের চেয়ার হারাবেন রমিজ রাজাও। গুঞ্জন শোনা যাচ্ছিল–তিনি হয়তো নিজ থেকেই সরে দাঁড়াবেন। তবে সে গুঞ্জন থামিয়ে রমিজ জানালেন, তিনি নিজ থেকে সরে যাবেন না। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই গুঞ্জন উঠে শিগগিরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ হারাতে যাচ্ছেন রমিজ রাজা। স্থানীয় থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। আর এমন খবরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে অস্থিরতার সৃষ্টি হয় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও।
ইমরান খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো রমিজ রাজার। তিনিই রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করেন। আর তাই নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রমিজকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে। তাই হয়তো নতুন সরকার সরিয়ে দেওয়ার আগে রমিজ নিজেই সরে যাবেন এমন গুঞ্জনও শোনা যায়। তবে সব গুঞ্জনে পানি ঢেলে রমিজ রাজা জানান, আপাতত নিজের পদ ছাড়ছেন না তিনি। নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।
গুঞ্জন শোনা যাচ্ছে, রমিজ রাজাকে সরিয়ে দিয়ে পিসিবির নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হতে পারে নাজাম শেঠিকে।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ৩৬তম বোর্ড প্রধান হিসেবে পিসিবির দায়িত্ব নেন রমিজ। তার আমলেই পাকিস্তান ক্রিকেট দেখে নতুন এক অধ্যায়। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসে অস্ট্রেলিয়া। এ ছাড়া রমিজ রাজার সময়েই পিএসএলে লাভের মুখ দেখে পাকিস্তান।
এদিকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে একটি চার জাতি টুর্নামেন্ট করার প্রস্তাবও দিয়েছিলেন রমিজ। যেখানে পিসিবির প্রায় ৫ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত আইসিসি সে প্রস্তাবে সাড়া দেয়নি।
এসএ/