এ যুগের ব্র্যাডম্যান-লারা বাবর আজম
সময় ভালো যায়, তাই বলে এত ভালো। বলা হচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কথা। ব্যাটে যেন আগুনের ফুলকি দিয়ে রান আসছে। এইতো কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের কথাই বল যাক। তিন টেস্টের পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি আর দুইটি হাফ সেঞ্চুরি। তার ইনিংসগুলো ছিল ৩৬, ৩৬ ও ১৯৬, ৬৭ ও ৫৫।
চারটি ওয়ানডেতে ছিলেন আরও বেশি অপ্রতিরোধ্য। দুইটি সেঞ্চুরি আর দুইটি হাফ সেঞ্চুরি। ৫৭, ১০৪, অপরাজিত ১০৫ ও ৬৬। ব্যাটিংয়ে এমন অপ্রতিরোধ্য গতি তাকে একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে গেছে।
একদিনের ক্রিকেটে তার রেটিং পয়েন্ট ৮৯১। টি-টোয়েন্টিতে ৮১৮। টেস্টে তার র্যাঙ্কিং পাঁচে। সেখানে রেটিং পয়েন্ট ৮১৫। তিন ফরম্যাটে এমন অবস্থান সাম্প্রতিক সময়ে অন্য কোনো ব্যাটসম্যান দেখাতে পারেননি। তাইতো বাবর আজমের এমন আলো ছড়ানো নৈপুণ্য দেখে তাকে এ যুগের ব্রাডম্যান-লারা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক রশিদ লতিফ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১৯ সালে টুইটারে যাদের সঙ্গে আমি খেলেছিলাম মিঁয়াদাদ, ওয়াসিম, ওয়াকার, ইনজামাম, ইউসুফ, ইউনুস, সাকলাইন তাদের নাম লিখেছিলাম। কিন্তু তাদের সবার চেয়ে এগিয়ে বাবর আজম ।’
তিনি বাবর আজমকে এ যুগের ব্রাডম্যান-লারা উল্লেখ করে বলেন, ‘এখন বৃত্তের ভেতরে পাঁচজন ফিল্ডার থাকে। আগে থাকতো চারজন ফিল্ডার। আনোয়ার কিংবা ইনজামাম এমন সুযোগ পেলে বোলারদের অবস্থা কাহিল করে ফেলতো। তারা ছিল সে যুগের সেরা ক্রিকেটার। বাবর আজম এই যুগের ব্রাডম্যান-লারা। এটিই আসল কথা।’
আর্ন্তজাতিক ক্রিকেটে বাবর আজমের পথ চলা শুরু হয় ২০১৫ সালে। এরপর তিনি এখন পর্যন্ত ৪০ টেস্টে ২৮৫১ রান, ৮৬ ওয়ানডে ম্যাচে ৪২৬১ রান এবং ৭টি টি-টোয়েন্টিতে ম্যাচে ২৬৮৬ রান করেছেন।
এমপি/এমএমএ/