ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লিভারপুল
বেনফিকার বিপক্ষে ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে গেল লিভারপুল।
বুধবার রাতে (১৩ এপ্রিল) অ্যানফিল্ডে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে এর আগে প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেন তারা।
এদিন ম্যাচের ১০তম মিনিটেই সাফল্য পেয়ে যায় লিভারপুল। কর্নারে হেডে দলকে এগিয়ে নেন ইব্রাহিমা কোনাতে। তবে হাল ছেড়ে দেয়নি নেলসন ভেরিসিমোর শিষ্যরা। ৩২তম মিনিটে গনসালো রামোসের গোলে সমতায় ফেরে বেনফিকা। ফলে ১-১ স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুই দলই।
বিরতির পর ৫৫তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। জটার পাসে প্রতিপক্ষের জালে বল জড়ান ফিরমিনো। এর ১০ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সেইসঙ্গে ৩-১ ব্যবধানে এগিয়ে লিভারপুল।
অবশ্য প্রতিপক্ষকে জিততে না দিলেও দলকে সমতায় ফেরেন বেনফিকার রোমান ইয়ারেমচুক। লিভারপুলের ডি-বক্সে ঢুকে আলিসনকে কাটিয়ে গোল করেন তিনি।
বাকী সময়ে আর কোনও গোল না হলে ড্র দিয়ে খেলা শেষ করে উভয় দল। এরপরও দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের বদৌলতে শেষ চারে জায়গা করে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মোকাবেলা করতে হবে ভিয়ারিয়ালকে।
এসআইএইচ