বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুরের জয়
খেলাঘর ও শাইনপুকুরের চলতি লিগে নেই তেমন কোনো আর আশা। খেলাঘর পয়েন্ট টেবিলের নিজে। আর শাইনপুকুর মাঝামাঝি অবস্থানে। রেলিগেশিনেও নেই।
আবার সুপার লিগের যাওয়ারও সম্ভবনা নেই। এমন একটি ম্যাচে বিকেএসপিতে আবার হানা দিয়েছিল বৃষ্টি। যা কেড়ে নেয় ম্যাচের ১৭ ওভার করে ৩৪ ওভার। দুপুর ১২টায় শুরু হওয়া ৩৩ ওভারের ম্যাচে পরে ৪ জয় পেয়েছে শাইনপুকুর।
টস হেরে ব্যাট করতে নেমে খেলাঘর ৮ উইকেটে ২১৬ রান করে। শাইনপুকুর সেই রান তাড়া করে ৯ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে।
টস হেরে ব্যাট করতে নেমে খেলাঘর অমিত মজুদামেরর ৫৭, সালমান হোসেন ইমনের ৩৪, মোহাম্মদ ইলিয়াসের ৩৩, অমিত হাসানের ২৬ রানে ৮ উইকেটে ২১৬ রান করে। আরাউদ্দিন বাবু ৪৫ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন রিপন মন্ডল।
জবাব দিতে নেমে শাইনপুকুরের সূচনা ছিল উড়ন্ত। ৩.৫ ওভারে ৩৬ রানে আসে উদ্বোধনী জুটিতে। ১৪ বরে ২০ রান করে আনিসুল আউট হওয়ার পর অভিষেক মিত্র ৫৬ বরে ৬২, তাহজিবুল ইসলাম ২৫ বলে ৪০, সাজ্জাদ হক রিপন ৩৪ বলে ৩৫, সিকান্দার রাজা ১৩ বলে ২৩ রান করলে শাইনপুকুর ৯ বল বাকি থাকতেই জয়ের নাগাল পেয়ে যায়।
জয় সূচক রান আসে সাজ্জাদ হক রিপনের ব্যাট থেকে বাউন্ডারির মাধ্যমে। ২টি করে উইকেট নেন নাহিদ উজ-জামান নুর আলম সাদ্দাম। ম্যাচ সেরা হন আলাউদ্দিন বাবু।
এমপি/এমএমএ/