আইসিসির মার্চের সেরা বাবর
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত পারফরম্যান্সের পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে মার্চ মাসের সেরা ঘোষণা করেছে।
মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে তিনি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েটকে পরাজিত করেন।
মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে ১৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতেও ব্যাট হাতে আলো ছড়ান বাবর। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অর্ধশতক হাঁকানোর পর দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
অন্যদিকে, মেয়েদের মার্চ মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার রাচেল হেইনেস। মার্চে আট ম্যাচে ৪২৯ রান করেছেন হেইনেস। দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছেন তিনি। মার্চে ৬১.২৮ গড় ও ৮৪.২৮ স্ট্রাইক রেটে রান তুলেছেন এই ওপেনার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩০ ও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৮৫ রান।
আরএ/