নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে শহিদ আফ্রিদির টুইট
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফ নির্বাচিত হওয়ার পর টুইটারে তার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) তারকা ক্রিকেটার আফ্রিদি এক টুইট বার্তায় বলেন, ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন।’ খবর জিয়ো নিউজের।
সাবেক এ অধিনায়ক বলেন, আমি আশা করি নতুন প্রধানমন্ত্রী তার ব্যবস্থাপনা দক্ষতা ব্যবহার করে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে বের করে আনতে সক্ষম হবেন।
সোমবার বিকালে পাকিস্তানের জাতীয় পরিষদ দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা শাহবাজকে বেছে নেয়। ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শাহবাজের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। তবে পিটিআই সদস্যরা ভোটাভুটিতে অংশ না নিয়ে সভা থেকে ওয়াকআউট করেন।
৭০ বছরের শাহবাজ তিন বার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাই নওয়াজ শরিফ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি জাতীয় পরিষদের (পার্লামেন্ট) সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা। এবার তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।
আরএ/