বোদো-রোমার দুই কোচের মারামারি
নরওয়ের ক্লাব বোদো এএস রোমার গোলকিপিং কোচ নুনো সান্তোসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। ম্যাচ শেষে নাকি সান্তোস প্রথমে বোদোর প্রধান কোচ কেতিল ক্নুৎসেনকে গালিগালাজ করেছেন, এরপর ঘাড় ধরে দেয়ালে ঠুকে দিয়েছেন!
দুই কোচের এই বচসার ঘটনাটি ঘটেছে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বোদোর কাছে রোমা ২-১ গোলে হেরে যাওয়ার পর। ম্যাচ শেষে দুই দলের ডাগআউটে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনা গড়ায় টানেল পর্যন্ত। নিজেদের মাঠে জয়ের পর বোদোর কোচ ক্নুৎসেন টানেল দিয়ে যাওয়ার সময় রোমার গোলকিপিং কোচ সান্তোস নাকি তাঁর দিকে তেড়ে আসেন।
প্রথমে তিনি ক্নুৎসেনকে গালিগালাজ করেন। এরপর ঘাড় ধরে দেয়ালে ধাক্কা মারেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোমার অধিনায়ক লরেনৎসো পেল্লেগ্রিনি অবশ্য অভিযোগ করেছিলেন, ক্নুৎসেন তাঁদের গোলকিপিং কোচকে অপমান-অপদস্থ করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
কাল বোদোর ব্যবস্থাপনা পরিচালক ফ্রোদে থমাসেন বলেছেন, ‘নুনো সান্তোসের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি কেতিল ক্নুৎসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।’ ক্লাব এ–ও বলেছে, এসবের ভিডিও তাদের কাছে আছে।
তাহলে পেল্লেগ্রিনি যে ক্নুৎসেনের বিরুদ্ধে সান্তোসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করলেন? এ নিয়ে ক্নুৎসেন বলেছেন, ‘টানেলে আমার ওপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। সে আমার গলা চেপে ধরে এবং দেয়ালে ঠুকে দেয়। আমার তো নিজেকে বাঁচাতে হবে, না?’ তাহলে কি নিজেকে বাঁচাতে গিয়ে সান্তোসকে দু-চার ঘা দিয়েছিলেন ক্নুৎসেন! এখন দেখা যাক, পুলিশের তদন্তে কী বেরিয়ে আসে।
টিটি/