মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে মাহমুদুলের ৩৭ ধাপ উন্নতি

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছিলেন একশ জনের বাইরে। সেখানে ডারবানে রেকর্ড গড়া সেঞ্চুরি (১৩৭) করে মাহমুদুল হাসান জয় ঢুকে পড়েছেন একশর ভেতর। শুধুই ডুকেনই নি, হাই জাম্পের মতো লাফ দিয়ে উন্নতি ঘটেছে ৩৭ ধাপ।

যা তাকে নিয়ে এসেছে ৬৬তম স্থানে। বুধবার আইসিসি ছেলেদের গত সপ্তাহের হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করে। আর সেখানেই জয়ের এই উন্নতি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের।

ডারবানে মাহমুদুল হাসান জয় ইনিংসের গোড়াপত্তন করতে এসে আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে ১৩৭ রান করে। এটি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি। এই সেঞ্চুরি করার পথে তিনি দিয়েছেন অসীম ধৈর্য্যের পরিচয়।৪৪২ মিনিট ব্যাাটিং করে বল খেলেছিলেন ৩২৬টি। ২ ছয়ের সঙ্গে ছিল ১৫টি চার। এটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬ রান। এরপর নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে আবার খেলতে নেমে প্রথম ইনিংসে করেছিলেন ৭৮ রান। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি ইনজুরির কারণে। কিন্তু বাংলাদেশ টেস্ট জিতেছিল ৮ উইকেটে। ইনজুরির কারণে মিস করেন ক্রাইস্টচার্চ টেস্ট। ইনজুরি থেকে সেরে উঠে তিনি আবার খেলতে নামেন ডারবান টেস্ট। ১৩৭ রানের ইনিংস খেলে নিজের ব্যক্তিগত অবস্থানের উন্নতি ঘটলেও বাংলাদেশ হেরে যায় ২২০ রানে। মূলত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ভয়াবহতায় বাংলাদেশকে এমন হার মেনে নিতে হয়েছিল। দ্বিতয়ি ইনিংসে মাহমুদুল হাসান জয় করেছিলেন ৪ রান।

র‌্যাঙ্কিংয়ে জয়ের হাই জাম্পের দিন অবনতি ঘটেছে কাপ্তান মুমিনুল, মুশফিক, লিটন দাসের। ডারবান টেস্টের ‍উভয় ইনিংসে মুমিনুল রান করতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২ রান। তার ৭ ধাপ অবনতি ঘটে অবস্থান করছেন ৪৪তম স্থানে। ডারবান টেস্টে মুশকিুর রহিমও ব্যর্থ হন ৭ ও ০ রান রান করে। তারও অবনতি ঘটেছে ৭ ধাপ। তিনি আছেন ২৮তম স্থানে। দারুন ছন্দে থাকা লিটন দাসও নিজেকে মেলে ধরতে পারেনিনি ডারবান টেস্টে। প্রথম ইনিংসে ৪১ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ২ রান। তার অবনতি ঘটেছে ২ ধাপ। তিনি আছেন ১৭তম স্থানে। তারপরও তিনিই বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে সবার উপরে।

বোলিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশের বোলারদের। এবাদত উভয় ইনিংসে উইকটে নিয়েছেন ৫টি। প্রথম ইনিংসে ২টি, দ্বিতীয় ইনিংসে ৩টি। তার উন্নতি ঘটেছে ৯ ধাপ। তিনি আছেন ৭৯ নম্বার অবস্থানে। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে কাঁধের চোট নিয়ে বোলিং করে তাসকিন উইকেট পেয়েছিলেন ২টি। তার উন্নতিও হয়েছে২ ধাপ। যা তাকে নিয়ে এসেছে ৯১তম স্থনে। উভয় ইনিংসে ৩টি করে উইকেট নিয়ে মেহেদি হাসান মিরাজ নিজের উন্নতি ঘটিয়েছেন ৫ ধাপ। তিনি উঠে এসেছেন ৩১তম স্থানে। তার সঙ্গে আছেন ক্রিস ওকসও। বোলিংয়ে সবার উপরে আছেন ডারবান টেস্ট না খেলা তাইজুল। না খেলেও তার উন্নতি হয়েছে একধাপ। তিনি আছেন ২৪তম স্থানে।এরপর আছেন আরেক না খেলা ক্রিকেটার সাকিব। তিনি আছেন ২৯তম স্থানে। তবে তিনি এক ধাপ নিচে নেমে গেছেন।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্তরা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ রাজশাহী জেলা কমিটির পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুই দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর মে মাসে, পাকিস্তানেই। এফটিপির আওতাভুক্ত এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

শুধু তাই নয়, মাস দুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এবার অ্যাওয়ে নয়, হোম সিরিজে। জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রস্তাব দেন। জানা গেছে, বিসিবির দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত চার-পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। এছাড়া, ২০২৪ সালে দেশটিতে দুটি টেস্ট খেলতে গিয়েছিল টাইগাররা।

Header Ad
Header Ad

টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান

টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান। ছবি: ঢাকাপ্রকাশ

স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়মের অভিযোগে এনে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বাস্থ্য সেবা খাতে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: বিপ্লব হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্যসেবা খাতে ঔষধ ক্রয়ের অনিয়মসহ আরও কিছু অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে এবং বিভিন্ন বিষয়ে তথ্য নেয়া হয়েছে, সেগুলো যাচাই করার পর আরও বিস্তারিত জানানো যাবে।

এছাড়াও টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্যসেবা খাত মেডিকেল অফিসার ছাড়াই ইঞ্জিনিয়ারিং শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাস অফিস আদেশের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন বলেও তার কাছ থেকে জানা যায়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রবিউল ইসলাম, বাসেদ আলী, সহকারী পরিদর্শক মিরাজুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ জানুয়ারি “স্বাস্থ্য সেবার নামে বিলের টাকা আত্মসাৎ” শিরোনামে জাতীয় এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সংবাদের প্রেক্ষিতে নড়েচড়ে বসে দুদক।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক