২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক

‘২০২৫ ওই বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’—এ কথাটি ২০১৪ সালে নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত
‘২০২৫ ওই বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’—এ কথাটি ২০১৪ সালে নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন এনামুল হক বিজয়। সময়টা তখন অনেক আগের, কিন্তু ভবিষ্যদ্বাণী ছিল স্পষ্ট। সেই ডায়েরির পাতার ছবিটি এ বছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে পোস্ট করেন তিনি। আর এপ্রিলেই সেই কথা সত্যি করে দেখালেন এই ডানহাতি ব্যাটার।
জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক আজ স্বীকৃত ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরির দেখা পেলেন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছেন ছক্কা মেরে। শরীফুল ইসলামের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়েই পূর্ণ করেন শতরান।
১০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ১১০ রান করে দলকে জেতানও এনামুল। গাজী গ্রুপ ২২৩ রান তাড়ায় জয় পায় ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখে।
এনামুলের ৫০টি সেঞ্চুরির মধ্যে ২৪টি এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে, ২৩টি লিস্ট ‘এ’ ক্রিকেটে এবং বাকি ৩টি স্বীকৃত টি-টোয়েন্টিতে। বাংলাদেশের ইতিহাসে স্বীকৃত ক্রিকেটে এটাই কোনো ব্যাটসম্যানের প্রথম ৫০ সেঞ্চুরির রেকর্ড।

এ বছরের জানুয়ারিতেই এনামুল এ রেকর্ডে সবার ওপরে চলে আসেন। বিপিএলে রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করে নিজের ৪৭তম শতক পূর্ণ করে পেছনে ফেলেন নাঈম ইসলামকে, যার সেঞ্চুরি ছিল ৪৬টি।
এর আগেই ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় লিগের টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার হয়ে অপরাজিত ১০১ রান করে নাঈমের পাশে বসেন এনামুল। অবশেষে আজ তিনি একাই শীর্ষে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জনের নাম এখন এনামুল হক বিজয়।
