বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ম্যাচ না খেলেও উরুগুয়ের বিপক্ষে হারের দায় নিলেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে ব্যর্থতায় ডুবে রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ থেকে চলমান কোপা আমেরিকা। নিজেদের শেষ্ঠত্বের লড়াইয়ে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে সেলেসাওরা। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ট্রাইবেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। এদিকে সেই ম্যাচে না খেলেও দলের হারের জন্য নিজেকে দায়ী করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হেরেছিল ব্রাজিল। এবারের কোপা আমেরিকাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে সেলেসাওরা। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাতার বিশ্বকাপের সেই হতাশা আবারও সামনে আনলেন। ‘আবারও পেনাল্টিতে হতাশার সেই অনুভূতি ফিরে এসেছে।’

এরপরই কোয়ার্টার ফাইনালে হারের দায় নিজের কাঁধে নিয়ে ভিনি লিখেছেন, আমি দুই হলুদ কার্ড দেখে ব্যর্থ হয়েছি। আবারও দলের বাইরে থেকে আমি বিদায় দেখেছি। এবার আমার দায় ছিল। আমি জানি কীভাবে সমালোচনা নিতে হয়। এমনকি সেটা যতই নির্মম হোক।’

এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখে সাসপেনশনে পড়েছিলেন ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। কোয়ার্টার ফাইনালে বামপ্রান্তে তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছিল ব্রাজিলকে। রদ্রিগো পারেননি প্রত্যাশা পূরণ করতে। আর স্ট্রাইকার হিসেবে এন্ড্রিক ফিলিপেও ছিলেন ব্যর্থ।

রোনালদোকে ‘মিশ্চিয়ানো পেনাল্ডো’, বিবিসির ক্ষমাপ্রার্থনা
এদিকে কোপা আমেরিকা থেকে বিদায় নিলেও ব্রাজিলের এই দলটাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখছেন কোচ দরিভাল জুনিয়র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কোচ বলেন, এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে।

‘এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।’

Header Ad
Header Ad

এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: আইইডিসিআর

ছবি: সংগৃহীত

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে বর্তমানে বাংলাদেশের জনগণের আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউর (আইইডিসিআর)।

বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন এ কথা বলেন।

তিনি জানান, ২০১৭ সালে বাংলাদেশে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয় এবং এরপর প্রতিবছর কমবেশি ভাইরাসটি শনাক্ত হচ্ছে। তবে, ভাইরাসটি শনাক্ত হলেও এখনও এর সঙ্গে কোনো ধরনের জটিলতা বা গুরুতর রোগের ইতিহাস পাওয়া যায়নি, সুতরাং এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, "এই ভাইরাস তেমন ক্ষতিকারক নয়। এর উপসর্গ সাধারণ নিউমোনিয়া বা ঠাণ্ডাজনিত রোগের মতো, যেমন জ্বর, সর্দি, কাশি, এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে। তবে, মৃত্যুর ঝুঁকি অত্যন্ত কম। মৃত্যুর কোনো উল্লেখযোগ্য হার নেই, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।"

এদিকে, সম্প্রতি চীন ও জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতে দুটি শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশও এই বিষয়টি নজরদারিতে রেখেছে। তবে, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত ও চীনে পাওয়া এই ভাইরাসের ধরনগুলো একে অপর থেকে আলাদা এবং বাংলাদেশের পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন, অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বাসসকে বলেন, "এই ভাইরাসটি আমাদের দেশে বহু আগে থেকেই রয়েছে এবং এটি তেমন ক্ষতিকারক নয়। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরাই এই ভাইরাস দ্বারা সংক্রমিত হন এবং তাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, ব্যথা, বমি এবং নিউমোনিয়ার মতো উপসর্গও দেখা যায়। তবে এতে মৃত্যুর শঙ্কা খুব কম।"

এছাড়া, এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০০১ সালে নেদারল্যান্ডসে। এটি সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায়, বিশেষ করে যদি তারা একে অপরের খুব কাছে আসে। এছাড়া, আক্রান্ত জায়গা বা বস্তু স্পর্শ করলেও ভাইরাসটি ছড়ানোর সম্ভাবনা থাকে। সাধারণত শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয় এবং বেশির ভাগ ক্ষেত্রে এটি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের মতোই মনে হয়, যেখানে সর্দি, কাশি এবং জ্বরের উপসর্গ দেখা যায়।

এই ভাইরাসটি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো বড় ধরনের উদ্বেগ বা সতর্কতা জারি করা হয়নি, তবে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।

Header Ad
Header Ad

২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনগুলোর ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম-খুন ও মামলাবিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন নিজেই এই অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন বলেন, "২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে। আজ আমরা এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলাম।"

এই অভিযোগের মধ্যে ইলিয়াস আলীসহ বিএনপির অনেক শীর্ষ নেতার গুমের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে, যা দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হলো।

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে শাহ আলমের সেকশন-১২ এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১৯ জন নারীকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী আটক করা হয়।

আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ৫৬ জন ইন্দোনেশিয়ান, ২৭ জন মিয়ানমারের, ৫ জন নেপালের এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে তারা দেখতে পান যে, নির্মাণ সাইটের একাধিক তলায় বিদেশি শ্রমিকরা বসবাস করছিলেন। পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধযুক্ত, যা আটককৃতদের অবস্থার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: আইইডিসিআর
২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
বিডিআর বিদ্রোহ মামলার শুনানি: পুড়িয়ে দেয়া হয়েছে আদালতের এজলাস কক্ষ
টুইটারের পর এবার লিভারপুল কিনছেন ইলন মাস্ক!
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ, হতে পারে কারাদণ্ড
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেখ পরিবারকে প্লট বরাদ্দ: ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন নিহত
লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, শুরু হয়েছে চিকিৎসা
বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ, শীর্ষে কোন দেশ?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’
৩২ কোটি টাকার তদবির বাণিজ্য নিয়ে যা বললেন সমন্বয়ক রাফি