শেষ ষোলোতে বেটিসকে পেল ম্যানইউ
বার্সেলোনার বাধা টপকে যাওয়ার পর শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রিয়াল বেটিসের সঙ্গে লড়বে রেড ডেভিলসরা। টুর্নামেন্টে শিরোপা প্রত্যাশী প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনাল শেষ ষোলোতে পেয়েছে স্পোর্টিং লিসবনকে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। এই রাউন্ডের প্রথম লেগের খেলা মাঠে গড়াবে ৯ মার্চ। ফিরতি লেগ হবে ১৬ মার্চ। আর্সেনাল ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে। অপরদিকে, ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগ খেলবে ম্যানইউ।
শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ-
ইউনিয়ন বার্লিন-ইউনিয়ন সেন্ট-গিলোইস
সেভিয়া-ফেনারবাখ
জুভেন্টাস-ফ্রেইবুর্গ
বায়ার লেভারকুসেন-ফেরেঙ্কভারোস
স্পোর্টিং সিপি-আর্সেনাল
ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেটিস
রোমা-রিয়াল সোসিয়েদাদ
শাখতার দোনেৎস্ক-ফেইনুর্ড
এসজি