নেপালকে ৩-০ গোলে হারাল বাংলাদেশের যুবারা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হলো আজ সোমবার নেপালে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের লড়াই। যেভাবে আসরে দাপট দেখাচ্ছে বাংলাদেশ, তাতে করে প্রথমবারের মতো সাফের রাণী হওয়ার হাতছানি সাবিনাদের সামনে।
এই সাফল্যের পূর্বাভাস কিন্তু আসতে শুরু করেছে। রবিবার রাতে বাহরাইনে সেই নেপালেরই অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। তার কিছুক্ষণ পর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। এখন সাবিনাদের পালা।
নেপাল যুবাদের হারানোতে সাবিনারা মানসিকভবে চাঙ্গা থাকবেন নিজেরাও জেতার জন্য। বাহরাইনের শেখ আল বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোল এগিয়ে ছিল। ৫ মিনিটে জনি ও ৯ মিনিটে পিয়াস গোল করেন। ৫০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে নিঝুম।
এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাহরাইনের সমান পয়েন্ট বাংলাদেশের। বাহরাইন অবশ্য এক ম্যাচ কম খেলেছে। কিন্তু গোল গড়ে বাংলাদেশ বাহরাইনের পরে অবস্থান করছে।
বাংলাদেশের গোল গড় +১, বাহরাইনের +৭। বাহরাইন তাদের শেষ ম্যাচ খেলবে ৩ ম্যাচে শতভাগ জয় নিওয় সবার উপরে থাকা কাতারের বিপক্ষে। বাহরাইন যদি কাতারের কাছে ৭ গোলের ব্যবধানে হারে, তাহলে গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ চুড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু এই সমীকরণ খুবই কঠিন।
এমপি/এমএমএ/