হেরাথের সাথে বিসিবির ২ বছরের চুক্তি
ফাইল ফটো
পাকিস্তানের বিপক্ষে টেস্ট শেষ করেই আজ দিবাগত রাত ১টায় বাংলাদেশ দল নিউজিল্যান্ড রওয়ানা হবে। দুবাই হয়ে তারা যাবে নিউজিল্যান্ড। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। ৯ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট।
নিউজিল্যান্ডের পেস বান্ধব কনিডশনে বাংলাদেশ দল নতুন করে পাচ্ছে স্পিন কোচ রঙ্গণা হেরাথকে। তার সাথে চুক্তি হয়েছে ২ বছরের জন্য, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।
এর আগে হেরাথ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন পরামর্শক ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলের সাথে কাজ করেছেন।
এরপর তার সাথে বিসিবি চুক্তি আর নবায়ন করেনি। ফলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তার সার্ভিস পাওয়া যায়নি। নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হবে তার নতুন চুক্তি। হেরাথ বর্তমানে শ্রীলঙ্কাতে আছেন। সেখানে নিউজিল্যান্ড গিয়ে তিনি দলের সাথে যোগ দেবেন।
টেস্ট ক্রিকেটে হেরাথ বাঁহাতি সবচেয়ে সফল বোলার ছিলেন। উইকেট নিয়েছিলেন ৪৩৩টি।