নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়

ছবি: সংগৃহীত
ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। এই ম্যাচকে সামনে রেখে নতুন রূপে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়াম। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও দুপুর ১২টার পর থেকেই মিরপুর স্টেডিয়ামের দিকে ভিড় জমাতে থাকেন দর্শকরা। এই ম্যাচকে সামনে রেখে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে।
স্টেডিয়ামের পাশে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিসিবি। আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটি ব্যবহার করা হয়েছে। এদিকে আন্দোলন কারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন মুদ্ধ। তার ওই সময়ে ছবিটিও পোস্টারের ব্যবহার করা হয়েছে।
এর আগে বিপিএলের শুরুতে আবু সাঈদ নামে গ্যালারির নামকরণ করা হয়েছে। আর প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে মুগ্ধ কর্নার। যেখানে বিনা মুল্যে পানি পান করে থাকেন দর্শকরা।
এ ছাড়াও বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। আগের ম্যাচগুলো নিরাপত্তার ঘাটতি থাকলেও ফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করতেও নিষেধ করে হয়েছে।
