রংপুরের টানা দ্বিতীয় হার, রাজশাহীর নাটকীয় জয়
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয় হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। বিপিএলের ৩৪তম ম্যাচে রাজশাহী দলের কাছে ২ রানের রোমাঞ্চকর পরাজয় সয়ে নিতে হলো তাদের। বিদেশী খেলোয়াড়বিহীন রাজশাহী দলের সংগ্রহ ছিল মাত্র ১১৯ রান, যা একসময় অপর্যাপ্ত মনে হলেও তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচটি নাটকীয়ভাবে জিতে নেয় তারা।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই রংপুর ব্যাটাররা চাপে পড়ে যায়। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই স্টিভেন টেলর আউট হন। এরপর সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান এবং অধিনায়ক নুরুল হাসান সোহানসহ গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারিয়ে ৭ উইকেটেই মাত্র ৪৯ রান তোলে রংপুর।
ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহের মতো অভিজ্ঞ ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন শেষ পর্যন্ত লড়ে যান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। সাইফউদ্দিন ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেও দলের পরাজয় এড়াতে পারেননি।
রাজশাহী দলের ব্যাটিং লাইনআপও ধুঁকছিল। পাওয়ার প্লেতে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের শুরুর ব্যাটাররা ব্যর্থ হলেও আকবর আলি (১৯) এবং সানজামুল ইসলামের (২৮*) কার্যকর ইনিংস দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়।
তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী দারুণভাবে ম্যাচে ফিরে আসে। রংপুরের ব্যাটিং ধসের মূল কারিগর মৃত্যুঞ্জয়, যিনি ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে, রংপুরের খুশদিল শাহ বল হাতে ১৯ রানে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে তার ব্যর্থতা দলের জন্য চরম হতাশা হয়ে দাঁড়ায়।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: ২০ ওভারে ৯ উইকেটে ১১৯।
রংপুর: ২০ ওভারে ৮ উইকেটে ১১৭।
রাজশাহীর এই জয় দলটির জন্য অনুপ্রেরণামূলক হলেও রংপুরের জন্য এটি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।