উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসিতে সিলেটের টানা দ্বিতীয় জয়
ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি ছিল রোমাঞ্চকর মুহূর্তে ভরা, যেখানে কাঁধে ধাক্কাধাক্কির ঘটনাও নজর কাড়ে। সিলেটের তানজিম সাকিব মোহাম্মদ নাওয়াজকে আউট করার পর ঘটে এই ঘটনাটি, যা ক্রিকেটপ্রেমীদের মনে বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের স্থানীয় দুই ব্যাটসম্যান জাকির হাসান ও রনি তালুকদার দুর্দান্ত পারফর্ম করেন। তাদের ১০৬ রানের জুটি দলের ভিত্তি গড়ে তোলে। জাকির ৪৬ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন, যা সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে একটি রেকর্ড ইনিংস। রনি ৪৪ বলে ৫৬ রান করেন। অধিনায়ক আরিফুল হকের ২১ রানের ঝোড়ো ইনিংস শেষে সিলেট স্কোরবোর্ডে তোলে ১৮২ রান।
টার্গেট তাড়া করতে নেমে খুলনার ব্যাটসম্যানরা শুরুতেই বিপর্যয়ে পড়ে। অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও তার ইনিংস ছিল ধীরগতির। মিডল অর্ডারে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খুলনাকে লড়াইয়ে ফিরিয়ে আনে। তবে তানজিম সাকিবের স্লোয়ারে আউট হয়ে গেলে খুলনার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।
তবুও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায় খুলনা। মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ বলে ২৮ এবং আবু হায়দার রনি ৬ বলে ১৪ রান করেন। তবে রুয়েল মিয়ার নিয়ন্ত্রিত শেষ ওভারে খুলনার জন্য প্রয়োজনীয় ১৯ রান তুলতে ব্যর্থ হয় দলটি।
এই জয়ে সিলেট স্ট্রাইকার্স বিপিএলে নিজেদের অবস্থান আরও সুসংহত করলো, অন্যদিকে টানা দ্বিতীয় হার নিয়ে বিপাকে খুলনা টাইগার্স।