৫৭৭ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
গত টেস্টে মিরপুরের উইকেটে বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়েছিলেন। তবে চট্টগ্রামের এই উইকেটে এখন পর্যন্ত দাপট দেখালেন শুধুই প্রোটিয়া ব্যাটাররা। তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন ব্যাটার। বাংলাদেশি বোলারদের ভুগিয়ে প্রথম ইনিংসে রীতিমতো রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
চা বিরতি পার করে হাফ সেঞ্চুরি তুলে নেন মত্তুসামি। বাঁহাতি এই অর্থোডক্সের ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি এটি। ৬২ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর পথে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। রান বাড়াতে বাড়াতে সেঞ্চুরি তুলে নেন মুল্ডারও। তাইজুলকে ছক্কা মেরে মুল্ডার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার পরই ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা।
১৫০ বলে আটটি চার ও চারটি ছক্কায় ১০৫ রান করেন মুল্ডার। মথুসামি অপরাজিত থাকেন ৭৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭০ রান করে। সাউথ আফ্রিকার সংগ্রহ ছয় উইকেটে ৫৭৭।
দিনের শেষদিকে এসে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেননি টাইগার ওপেনাররা, প্রথমে কোনো রান না করেই সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। লেগ স্টাম্পের বাইরের বলে সাদমান ফ্লিক করতে চেয়েছিলেন। তাতে বল এজ হয়ে যায় উইকেটকিপার ভেরেইনার হাতে। আম্পায়ার শুরুতে সাড়া না দিলে রিভিউ নেন মার্করাম। আল্ট্রাএজে সাদমানের ব্যাটে বড় এজ ধরা পড়ে। তাতে তিনি ফেরেন খালি হাতেই।
এরপর আরও একবার ব্যর্থ জাকির। পাকিস্তান ও ভারত সফরের ৪ টেস্টের ৮ ইনিংসে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪০। মিরপুর টেস্টে তাই দল থেকে বাদও পড়েছিলেন। চট্টগ্রাম টেস্টে আবারও দলে ফেরেন। সুযোগ কাজে লাগাতে পারলেন না।
রাবাদার অফ স্টাম্পের বাইরে করা বলটিকে ব্যাক ফুট পাঞ্চ করতে চেয়েছিলেন জাকির। দিয়েছেন উইকেটকিপার হাতে ক্যাচ। আবার রিভিউও নষ্ট করেছেন। বাংলাদেশের রান ২ উইকেটে ২৫। এরমধ্যে ১০ রান এসেছে অতিরিক্ত থেকে।
সাদমান–জাকিরের পর এবার আউট হলেন মাহমুদুল। ডেন প্যাটারসনের বলে ড্রাইভ খেলতে গিয়ে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ৩২। তিনি করেছেন ১০ রান করে।
শেষ সময় নাইটওয়াচম্যান' হিসেবে উইকেটে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। তাঁকে দেওয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। স্পিনার কেশব মহারাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন হাসান।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)। পিছিয়ে আছে এখনো ৫৩৭ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন—ডি জর্জি, স্টাবস ও মুল্ডার। বাংলাদেশের হয়ে তাইজুল নিয়েছেন ৫ উইকেট।