রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের ট্রফিকে সম্পত্তিই বানিয়েছিল ভারত। এবারের টুর্নামেন্টের আগে ৮বারের মধ্যে ৭বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১৮ সালে অন্য শিরোপাটি জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের সেই রাজত্বে এবার হানা দিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

রবিবার (২৮ জুলাই) ডাম্বুলায় আগে ব্যাট করে লঙ্কানদের ১৬৬ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এতে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে স্বাগতিকরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন বিষ্মি গুণারত্নে। তবে হার্ষিতা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন চামারি আথাপাত্তু। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৩ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন আথাপাত্তু। তবে ব্যাট চালাতে থাকেন সামারাবিক্রমা। ৪৩ বলে ফিফটি তুলে নেন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভিষা দিলহারি।

শেষ পর্যন্ত হার্ষিতা সামারাবিক্রমার ৫১ বলে ৬৯ রান এবং দিলহারির ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে একটি মাত্র উইকেট শিকার করেন দ্বীপ্তি শর্মা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে ভারত। তবে ইনিংস বড় করতে পারেননি শেফালি। ১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (১১) এবং উমা সেত্রী (৯)। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন জেমিমাহ রদ্রিগেস।

তবে ইনিংস বড় করতে পারেনি তিনি। ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে রান আউট হন জেমিমাহ। অপর প্রান্তে ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি মান্ধানা। এরপর ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালাতে থাকেন রিচা ঘোষ।

ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে সাজঘরে ফেরেন রিচা। ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত পুজার ৫ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

Header Ad
Header Ad

ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদের অবমাননা করছে উল্লেখ করে বিবৃতিতে দেয় ছাত্রসংগঠনটি ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুদা ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ এবং পরবর্তীতে ইসলামি ছাত্রশিবিরকে নিতে হবে।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।

তারা আরও উল্লেখ করেন, অপারেশন সার্চলাইট এ শহীদ মধুদা’র মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদেরকে অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

Header Ad
Header Ad

ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী

ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় ঘটে গেছে এক ভয়াবহ ও গা শিউরে ওঠার মতো ঘটনা। পাঁচ বছর ধরে এক দরিদ্র দিনমজুরের কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছে, আর এতে জড়িত ছিল তার সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ বেশ কিছু অপরিচিত ব্যক্তি। সম্প্রতি পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই নির্মম সত্য, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ভুক্তভোগী কিশোরী তার কলেজের এক কাউন্সিলরের কাছে বিষয়টি খুলে বলে। এরপর পুলিশ তদন্ত শুরু করলে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানায়, ওই কিশোরী যে গ্রামে বাস করতো, সেখানে বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের দ্বারা সে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই নয়, সংঘবদ্ধ ধর্ষণের পর নির্যাতনকারীরা ভিডিও ধারণ করেও তাকে ব্ল্যাকমেইল করত।

কেরালা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজিতা বেগম জানান, অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও দুই অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদের খুঁজে বের করতে তৎপর রয়েছে।

এই ভয়ংকর ঘটনার পর কেরালাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে নিকট আত্মীয় ও পরিচিতজনদের হাতে এমন নির্মম নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি সমাজে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বর্তমানে নির্যাতিত কিশোরীকে মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহলে।

Header Ad
Header Ad

ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন তিনি।

সপ্তাহখানেক আগে ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। ভার্চুয়াল সেই বৈঠকে বাংলাদেশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়। এরপর, গত বুধবার মাস্ককে চিঠি পাঠিয়ে বাংলাদেশে দ্রুত স্টারলিঙ্ক ইন্টারনেট চালু ও সফরের আমন্ত্রণ জানান তিনি।

চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে স্টারলিঙ্ক চালু হলে এর প্রধান সুবিধাভোগী হবেন দেশের তরুণ-তরুণীরা। তিনি মাস্ককে আমন্ত্রণ জানিয়ে বলেন, "আসুন, উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসঙ্গে কাজ করি।"

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিঙ্কের সংযোগ একীভূত হলে তা রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে যুব উদ্যোক্তাদের জন্য। একইসঙ্গে, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর ডিজিটাল সংযুক্তি আরও সহজ হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, একাডেমিক শাটডাউন ও লংমার্চের ঘোষণা
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুটি সময়সীমা নির্ধারণ: সিইসি
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আহতদের চিকিৎসা বন্ধে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ শেখ হাসিনার নির্দেশ ছিলো
এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী  
বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা