নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রধান কোচ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন নাভিদ নেওয়াজ। আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেবার দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাভিদ নেওয়াজ। ২০২২ নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিয়ে ফিরে যান তিনি। তবে দুই বছর সেই নাভিদকে আবারও যুবাদের কোচ করে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নাভিদ চলে যাওয়ার পর বাংলাদেশ যুবাদের এশিয়া কাপে জিতলেও বিশ্বকাপের গ্রুপ পর্বই পাড় হতে পারেনি। ২০১৮ সালে নাভিদ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়ে এসেছিলেন। আর ২০২০ সালেই দলকে জেতান বিশ্বকাপ।
