২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স ৩৮। তবে তার জন্য বয়স যেন শুধুই সংখ্যা। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে ভাটা পড়েনি। আর্লিং হলান্ড-কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থেকেই বছর শেষের অপেক্ষায় রোনালদো।
২০২৩ সালে ৫৩ গোল করে বছরের টপ স্কোরার এখন ৩৮ এর সিআরসেভেন। রোনালদোর ৫৩ গোলের ল্যান্ডমার্ক ছোয়ার জার্নিতে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের জার্সিতে থেকে এসেছে ৪৩ গোল। আর পর্তুগালের হয়ে চলতি বছর সিআরসেভেন গোল করেছেন ১০টি।
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি ফেলে আসা সময়ের সেই পুরনো সতীর্থ কারিম বেনজেমা। এমনই দুর্দান্ত ম্যাচে, রোমাঞ্চ ছিলো ষোলো আনা। সাত গোলের থ্রিলারের ম্যাচ জিতে নেয় আল নাসর। পয়েন্ট টেবিলের দুই নম্বর জায়গায় পোক্ত হলো আরও বেশি।
এমনই ব্লকবাস্টার ম্যাচে রোনালদো স্কোর শিটে নাম তোলেন দুইবার। আর ওখানেই বাধে বিপত্তি। কারণ পর্তুগিজ সুপারস্টারের দুটি গোলই যে এসেছে স্পট-কিক থেকে। সোশাল মিডিয়াতে হেটাররা সুর তুলেছে আবারো, সিআরসেভেনের হাতে গোল্ডেন বুট তুলে দিতে করা হচ্ছে এমন সব ব্যবস্থা। এখানেই শেষ নয় টক্সিক সাপোর্টাররা বিদ্রুপ করে রোনালদোকে বলছে কিং অব পেনাল্টি।
স্পটকিকে রোনালদো বরারবরই আনবিটেবল। নাম্বার সেভেনকে সামনে দেখলে প্রতিপক্ষের গোলকিপার হয়ে পড়ে ক্লুলেস। তাইতো সেটপিসে পর্তুগিজ সুপারম্টারের সাকসেস রেট প্রায় ৮৪ শতাংশ। আর চলতি বছর রোনালদোর ৫৩ গোলের ১৫টাই কিন্তু এসেছে পেনাল্টি শ্যুটআউট থেকে।