বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আলোক সল্পতায় বন্ধ ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

আলোক সল্পতায় বন্ধ খেলা। ছবি: সংগৃহীত

বৃষ্টি থামায় শুরু হয় ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে এক সেশন না জেতেই দেখা দেয় আলো স্বল্পতা। যার কারণে চা বিরতির পর আট ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিনে ৩০ রানে এগিয়ে আছে টাইগাররা।

এর আগে ৫৫ রানে ৫ উইকেটে দিন শুরু করা নিউজিল্যান্ডকে ১৮০ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে নেমে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের আউটের পরই অবশ্য দেখা দেয় আলোক স্বল্পতা। যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা।

নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পরই আম্পায়াররা চা পানের বিরতি দেন। বিরতি শেষে নেমে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। স্পিনার এজাজ পাটেলের বলে ২ রান করে ফেরত যান তিনি।

ব্যাটিং করছেন গ্লেন ফিলিপস।

 

তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে এসে দেখে শুনে কিউই স্পিনারদের খেলতে থাকেন নাজমুল ইসলাম শান্ত। তার এবং জাকির হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আর কোন উইকেট দেওয়া ছাড়াই দিন পার করে দিবেন। তবে তা আর হতে দিলেন না কিউই অধিনায়ক টিম সাউদি। তার নিস্প্রাণ বলে চার মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।

এরপর মুমিনুল এসে এক বল খেলেন। পরে দেখা দেয় আলোক সল্পতা। প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Header Ad
Header Ad

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

রবিউল ইসলাম ওরফে আরাভ খান (ইনসটে হত্যার শিকার মামুন ইমরান খান)। ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাদের মধ্যে আরাভ খান ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকি ছয় আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। দুই দিন পর, ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করেন। মামলায় মোট ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'বি' ইউনিটের বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপে যথাক্রমে ৩৫ দশমিক ১৬ শতাংশ ও ৫ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ । পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এই ইউনিটের অন্তর্ভুক্ত। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ টি। যার মধ্যে বাণিজ্য গ্রুপে ৩৬৭ টি, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ টি ও মানবিক শাখায় ২৬ টি। রাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

Header Ad
Header Ad

ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান

প্রতীকী ছবি

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন চলে না। কিন্তু যতই নতুন ফিচার আর শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত হোক না কেন, একটা সমস্যায় সবাই ভোগেন ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া। এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব জটিল কিছু করতে হবে না। কিছু সহজ অভ্যাস বদলালেই আপনার ফোনের চার্জ থাকবে আরও অনেক বেশি সময়।

দেখে নিন কোন কোন টিপসগুলো মেনে চললে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে-

১. স্ক্রিনের উজ্জ্বলতা কমান
স্ক্রিন হলো ব্যাটারি খরচের প্রধান উৎস। অটো ব্রাইটনেস চালু করুন বা নিজে থেকেই উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।

২. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ বা ব্লুটুথ, ওয়াই-ফাই, মোবাইল ডাটা ও লোকেশন—সবই ব্যাটারি টানে। দরকার না হলে এগুলো বন্ধ রাখুন।

৩. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
আপনার ফোনে থাকা ব্যাটারি সেভার অপশনটি চালু রাখলে চার্জ অনেকটা সময় টিকবে।

৪. অটো-আপডেট বন্ধ রাখুন
অ্যাপ অটো-আপডেট ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে, সঙ্গে ব্যাটারিও। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই ফিচারটি বন্ধ করে দিন।

৫. লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো
চলন্ত ওয়ালপেপার বা অ্যানিমেশন ফোনের প্রসেসরে বাড়তি চাপ ফেলে এবং ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়।

৬. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
প্রতিটি নোটিফিকেশন ফোনের স্ক্রিন অন করে এবং ব্যাটারি টানে। যেসব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন।

৭. অপটিমাইজড চার্জিং চালু করুন
নতুন অনেক ফোনে এই ফিচারটি আছে, যা ব্যাটারিকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করে ও ব্যাটারির আয়ু বাড়ায়।

৮. ভালো মানের চার্জার ব্যবহার করুন
নকল চার্জার ব্যাটারির ক্ষতি করে। তাই সবসময় ব্র্যান্ডেড ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

৯. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবস্থাপনা ভালো হয়। তাই নতুন আপডেট এলে ইনস্টল করে ফেলুন।

১০. অপ্রয়োজনীয় উইজেট বাদ দিন
হোম স্ক্রিনে অনেক বেশি উইজেট ব্যাটারি খরচ বাড়ায়। শুধু দরকারি উইজেটগুলো রাখুন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান
সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি
১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের
গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ
বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!
পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
সাকিবের নির্বাচন কভারের ছবি ভাইরাল, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ
হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
টাঙ্গাইলে ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল
প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার
আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক
‘মিশন কমপ্লিট’ স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে
টেকনাফ স্থলবন্দরে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ
খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ