বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু এইচপি ক্যাম্প
বর্তমানে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো খেলা নেই বাংলাদেশের। অনেকটা ফাঁকা সময়। সামনে ঘরোয়া কোনো খেলা না থাকলেও জাতীয় দলের খেলা আছে আফগানিস্তানের বিপক্ষে। এদিকে ফাঁকা এই সময়কে কাজে লাগাতে বুধবার (২৪ মে) থেকে শুরু হয়েছে হাইপারফরম্যান্স ক্যাম্প (এইচপি)। এই ক্যাম্পের জন্য দুই বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছে বারমুডার ডেভিড হেম্পকে। মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন তিনি।
ডেভিড হ্যাম্পের ক্যাম্পে আছেন জাতীয় দলে খেলা ও এর আশপাশে থাকা ২৫ জন ক্রিকেটার। গতবার এই ক্যাম্পে ছিলেন ২৭ জন। এবার কমেছে ২ জন। এই দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা দল আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপে অংশ নেবে।
এবারের ক্যাম্প হবে তিন ভাগে। ২৪ থেকে ৩১ মে পর্যন্ত মিরপুরে অনুষ্ঠিত হবে ফিজিক্যাল ট্রেনিং। ১ থেকে ৮ জুন রাজশাহীতে হবে স্কিল ট্রেনিং। এরপর শেষ ধাপ অনুষ্ঠিত হবে বগুড়ায় ৯ থেকে ১৬ জুন পর্যন্ত।
এইচপি দলে যে ২৫ ক্রিকেটার ডাক পেয়েছেন তাদের মাঝে মাহমুদুল হাসান জয়, শাহদাত হোসেন দিপু, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসন, রিপন মন্ডল, রিশাদ হোসেন বর্তমানে ‘এ’ দলের হয়ে সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলছেন। তাই তাদের ঢাকা পর্বে পাওয়া যাবে না। সিরিজ শেষে রাজশাহীতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫ জনের দলে মাত্র ২ জন নতুন মুখ। বাকি সবাই জাতীয় দল অথবা ঘরোয়া ক্রিকেটের বড় আসর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ অথবা বিসিএল, এনসিএলে খেলেছেন। নতুন মুখ দুইজন হলেন- আরিদুল ইসলাম আকাশ ও নাঈম হোসেন সাকিব। আরিদুল ইসলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। নাঈম হাসানও খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে।
এইচপি ক্যাম্প এমন একসময় শুরু হয়েছে, যখন চলছে বর্ষা মৌসুম। এ কারণে নির্বিঘ্নে ক্যাম্প চলা নিয়ে আছে শঙ্কা। এরকম শঙ্কা প্রকাশ পেয়েছে এইচপি কমিটির চেয়ারম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়ের (এমপি) কন্ঠে।
তিনি বলেন, খেলোয়াড়রা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল, ডিপিএলে। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।
তিনি আরও বলেন, বৃষ্টি মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়।
এইচপি স্কোয়াড:
ব্যাটসম্যান: তানজিদ হাসান, পারভেজ হোসেন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন
স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাঈম হোসেন সাকিব
পেসার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আসাদুল্লাহ হিল গালিব
উইকেটরক্ষক: আকবর আলি, প্রীতম কুমার।
এমপি/এসজি