মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ইনজুরির শঙ্কায় নিজেকে দমিয়ে রাখবেন না তাসকিন

একসময় বাংলাদেশের পেস বোলিং আক্রমণ খুব বেশি শক্তিশালী ছিল না। দল খেলতেই নামত স্পিনারদের উপর ভরসা করে। কিন্তু সে দিন আর এখন নেই। দিন বদলেছে। বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন খুবই শক্তিশালী। দলকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করে। বলা যায় বিশ্বমানের বোলিং আক্রমণ।

এই আক্রমণের নেতৃত্ব গড়ে উঠেছে বলা যায় তাসকিন আহমেদকে কেন্দ্র করে। তিনি বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রাণভোমরা। কিন্তু ইনজুরি তাকে যথাযথভাবে ভূমিকা পালন করতে দেয় না। তার সেবা পাওয়া থেকে বঞ্চিত হয় জাতীয় দল। এই যেমন ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট। পরে যেতে পারেননি একই দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে। বলা যায়, টিম ম্যানেজমেন্ট তাসকিনকে নিয়ে কোনোরকম ঝুঁকি না নিতেই তাকে অনেকটা বিশ্রামে রাখে।

জাতীয় দলের হয়ে তাসকিন সর্বশেষ মাঠে নেমেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে গত ৩১ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। এরপর ইনুজরির জন্য বোতলবন্দী হয়ে পড়েন। এখন আবার সুস্থ হয়ে মাঠে নেমে ঝরাচ্ছেন ঘাম। রবিবার থেকে শুরু করেছেন এই ফিরে আসার মিশন।

বাংলাদেশের এখন ওয়ানডে ম্যাচ খেলা মানেই বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে খেলতে হবে এখনো তিন ফরম্যাটেই বেশ কিছু ম্যাচ। আশা করা হচ্ছে, ঘরের মাঠে আফগানিস্তানর বিপক্ষে সিরিজ দিয়ে তাসকিন আবার ফিরবেন ২২ গজে। তার শুরুটা হতে পারে টেস্ট ম্যাচ দিয়ে। কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুই হবে টেস্ট দিয়ে। কিন্তু বিশ্বকাপের আগে শতভাগ ফিট তাসকিনকে পেতে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হতে পারে। সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট করতেই পারে। কিন্তু তাসকিন নিজেকে দমিয়ে রাখবেন না। যখনই খেলবেন, নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলবেন। ইনজুরির ভাবনা তখন মাথায়ই রাখবেন না।

মঙ্গলবার (২৩ মার্চ) মিরপুরে সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকে না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আবার আমি তো ফাস্ট বোলার। দেশের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’

নিজের ফিটনেস নিয়ে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে ফিটনেসের অবস্থা এখন ভালো। চারটা সেশন করলাম। ওয়ার্কলোড বাড়ছে। ফিটনেস সেশন, বোলিং সেশনগুলো ভালো যাচ্ছে। সামনে ওয়ার্কলোডের মাত্রা আরও বাড়তে থাকবে। এভাবে যেতে থাকলে সব ভালো হবে।’

তাসকিন প্রথম বিশ্বকাপ খেলেছিলেন অস্ট্রেলিয়ায় ২০১৫ সালে। সেবার তিনি ৯ উইকেট নিয়ে দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। কিন্তু এই ইনজুরির জন্যই তিনি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেননি। এ নিয়ে তার আফসোস রয়েই গেছে। কিন্তু এই না খেলতে পারাটাই তাকে আরও শাণিত করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকাটা কখনো আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’

তাসকিন বলেন, ‘বিশ্বকাপের পর নিজের ওয়ার্ক এথিকস, প্রক্রিয়া কিছুটা বদলেছি। যা ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ায় আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে, আমি নিজের শতভাগ দিচ্ছি। তাই ভালো কিছু হবে আশা করছি।’

বিশ্বকাপে তাসকিনের উপরই ভরসা থাকবে বেশি। সেই চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচের আগেই প্রস্তুতি নিতে হয়। নতুন দিন, নতুন ম্যাচ, নতুন প্রস্তুতি। আমরা তো উপমহাদেশেই খেলি। ভারতের উইকেট তুলনামূলক বেশি ভালো হয় ব্যাটিংয়ের জন্য। এক দিক দিয়ে ভালো, ওখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাস আরও জন্মাবে। আর হারানোর ভয়টা কম রেখে যদি এগোতে পারি তবে আমাদের জন্যই ভালো।’

তাসকিন আরও বলেন, ‘এক-দুই দিন খারাপ যেতে পারে যেকোনো বোলার বা ক্রিকেটারের। তবে আমার বিশ্বাস, আমরা আমাদের সেরাটার সর্বোচ্চ বাস্তবায়ন করতে পারলে ওই কন্ডিশনেও ভালো করা সম্ভব।’

এমপি/এসজি

Header Ad
Header Ad

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুয়েট রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে তাদের বর্জনের ঘোষণা দেন এবং উপাচার্যের বাসভবনেও তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

১. কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ করা
২. উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ
৩. সংঘর্ষে জড়িতদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল
৪. আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা
৫. প্রশাসনের ক্ষমাপ্রার্থনা
৬. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয়। এর মধ্যে রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা, সংঘর্ষে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ।

এরই মধ্যে স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় বিএনপি ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Header Ad
Header Ad

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৭ জন অতিরিক্ত সচিব। পদোন্নতির পর তাদের সাত মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

Header Ad
Header Ad

দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে অতিরিক্ত ৯৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় জানানো হয়েছে।

অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডেভিল হান্ট অভিযানের ১৭ দিনে সারাদেশে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা