আবারও ব্যাটিং বিপর্যয়ে সাইফ-আফিফরা
চারদিনের ম্যাচ। খেলা হয়েছে মাত্র ৪৯ ওভারে। তাতেই উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দিনের খেলা শেষ ৫ উইকেট হারিয়ে তারা করেছে ১৭৫ রান। শাহদাত হোসেন দিপু ২৮ ও নাঈম হাসান ১২ রান করে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। প্রথম চার দিনের ম্যাচেও বাংলাদেশ দল ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কল্যাণে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়েছিল।
সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচ বৃষ্টির কারণে সময়মতো গড়াতে পারেনি। বিলম্বে খেলা শুরু হওয়ার পর ৪৯ ওভার পর্যন্ত খেলা হয়েছে।
প্রথম চার দিনের ম্যাচ খেলা পেসার রেজাউর রহমান রাজা ও জাকের আলী ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে যান। রেজাউর রহমান রাজা প্রথম চারদিনের ম্যাচ খেলার সময় এবং জাকের আলী সোমবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন। এই দুইজনের পরিবর্তে দ্বিতীয় চার দিনের ম্যাচে ডাক পেয়ে সেরা একাদশে খেলার সুযোগ পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও উইকেটকিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর।
জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটি খুব বেশি দূর যেতে পারেনি। ১৮ রান করে আউট হন জাকির। ১১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাদমান। দলীয় ২২ রানে জাকির আউট হন মারমুখী ইনিংস খেলে। তিনি মাত্র ১৩ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রান করে জর্ডানের বলে জসুয়ার হাতে ধরা পড়েন। দলীয় ৫২ রানে সাদমান ইসলাম জায়ের ম্যাকঅ্যালিস্টারের বলে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন।
ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ এসে টিকতেই পারেননি। ব্যক্তিগত ৫ রানে তিনি সিনক্লিয়ারের বলে বোল্ড হন। ভালোই খেলছিলেন সাইফ হাসান। কিন্তু তিনি ইনিংসকে লম্বা করতে পারেননি। ৫১ বলে ৪ চারে ৩১ রান করে তিনি ফিরে যান সিনক্লিয়ারের বলে এলবিডব্লিউর শিকার হয়ে।
শাহাদাত হোসেন দিপু ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব জুটি হাল ধরে এগোনোর চেষ্টা করেন। জুটিতে ৫০ রান আসার পর তাদের থেমে যেতে হয়। এই ৫০ রানের ৩৭ রানই ছিল আফিফের। তিনি ৩৪ বলে ৭ চারে এই রান করেন। জুটি ভাঙে তিনি আউট হলে। জর্ডানের বলে এলবিডব্লিউর শিকার হন। ইরফান শুক্কুরকে নিয়ে শাহদাত ৩৬ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙে ইরফান ২১ রান করে ফিলিপের বলে জর্ডানের হাতে ধরা পড়ে। দিনের বাকি সময় শাহদাত পার করে দেন নাঈমকে সঙ্গে নিয়ে। শাহদাত ৭৭ বলে ৪ চারে ২৮ ও নাঈম ২০ বলে ২ চারে ১২ রানে অপরাজিত আছেন। জর্ডান ২৪ ও সিনক্লিয়ার ৩৭ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসজি