আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, সাকিবের না খেলা
জুন মাসে আফগানিস্তান দল বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে এটা আগেই নির্ধারিত। তেমনি পরে নির্ধারিত হয়েছে এক টেস্টের সিরিজ খেলা হবে না অধিনায়ক সাকিব আল হাসানের।
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে সাকিব ইনজুরিতে পড়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে পড়েন। আর এতেই নির্ধারিত হয় আফগানিস্তানের বিপক্ষে তার টেস্ট খেলা হবে না।
এমনিতেই সাকিবের না খেলা মানে দুই জন খেলোয়াড় দিয়ে পূরণ করা। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টির ক্ষেত্রে সেটি বেড়ে হয় তিনজনে। কারণ, এই দুই ফরম্যাটে তিনি আবার কাপ্তানও। তাই আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাকিবের শূন্যস্থান পূরনের পাশাপাশি তার পরিবর্তে অধিনায়কত্ব কে করবেন সেটিও সামনে চলে এসেছে। বিসিবিকে তাই এখন সাকিবের বিকল্প হিসেবে তিন জনকে ভাবতে হচ্ছে। যদিও টেস্টে সাকিবের ডেপুটি হিসেবে লিটন দাস আছেন, তারপরও নাম আসছে অন্যদেরও।
উঠে আসছে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তর নাম। আজ এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘কে ক্যাপ্টেন হবে না হবে এটি সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এই মুহূর্তে এটি নিয়ে কোনো কিছু বলা যাবে না ‘লিটন-শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা তো আমাদরে ফিউচার প্লেয়ার। কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে।’
সাকিব দলে না থাকলে তিনজনকে দিয়ে যে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে, তা দলের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তারপরও তাকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে বলে আকরাম জানান।
তিনি বলেন, ‘ও (সাকিব) থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্টটা যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’
দলের ব্যাককাপ ক্রিকেটরা মান সম্মত আছে জানিয়ে আকরাম খান বলেন, ‘সাকিব আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টও ভালো হচ্ছে।’
আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে প্রথমবার মুখোমুখিতেই জিতেছিল। সেবার স্পিন পিচ বানিয়ে বাংলাদেশ নিজেরাই ধরাশায়ী হয়েছিল। এবারও কি একই পথে হাঁটবে বাংলাদেশ? এ রকম প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমাদের চেয়ে স্পিনে ওরা সব সময় ভালো।
ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট। সেজন্য আমাদেরকে সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা নির্ভর করছে ক্যাপ্টেন এবংকোচ কী ধরনের উইকেট চাচ্ছেন তার উপর।
এমপি/এমএমএ/