প্রস্তাব পেলেও মিরাজের কাউন্টিতে খেলা নিয়ে সংশয়!
বিশ্ব ক্রিকেটে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগ। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জয়জয়কার। কিন্তু তার আগে ছিল নিজ নিজ দেশের ঘরোয়া ক্রিকেটেই জনপ্রিয। বাংলাদেশে যেমন ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট, লিগ, তেমনি ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।
কাউন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল বিশ্বব্যাপী সমাদৃত। এখন সেখানে ভাটার টান। আগে যেখানে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য মুখিয়ে থাকবেন, এখানে তারা মুখিয়ে থাকেন আইপিএল খেলার জন্য। এবার সেই কাউন্ট ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসা মিরাজ। কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে তাকে ওয়ানডে খেলার জন্য প্রস্তার দেওয়া হয়েছে। জাতীয় দলের খেলা না থাকলে মিরাজের ইচ্ছে আছে এই সুযোগ কাজে লাগানোর।
বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সর্বশেষ কাউন্টিতে খেলেছিলেন ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরির কারণে তিনি হাতেগোনা কয়েকটিমাত্র
ম্যাচ খেলতে পেরেছিলেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ শেষে দেশে ফিরে আসার পর বাংলাদেশের ক্রিকেটাররা আছেন বর্তমানে ছুটিতে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে আবার ব্যস্ত সূচি। এই ছুটির ফাঁকেই মিরাজ পান এই সুংবাদ।
কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব মিরাজ প্রথম পান দেশে থাকতেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলার সময়। মিরাজ এবার খেলেছেন মোহামেডানে। বিদেশি খেলোয়াড়ের কোটায় মোহামেডানের খেলেছেন জ্যাক লিনটট। তিনিই প্রথম কাউন্টিতে খেলা নিয়ে মিরাজের সঙ্গে কথা বলেন। মিরাজকে তথন কোনো কিছু জানাননি। লিগ শেষে লিনটট ফিরে যান ইংল্যান্ডে। এর মাঝে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচর ওয়ানডে সিরিজ খেলতে যায় ইংল্যান্ড। সেখানে লিনটট আবার তাকে খেলার প্রস্তাব দেন। তখন মিরাজ দেন সম্মতি। তারপর মিরাজ ফিরে আসনে দেশে। দেশে ফিরে আসার পর ওয়ারউইকশায়ারের কাছ থেকে আসে আনুষ্ঠানিক প্রস্তাব।
বাংলাদেশ দলেল আপাতত কোনো খেলা না থাকলেও জুন মাসে থেকে আবার শুরু হবে ব্যস্ত সূচি। জুন ও জুলাই মাসে চলবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তারপর এশিয়া কাপ (যদিও সময় চূড়ান্ত হয়নি)। এরপর বিশ্বকাপ। এর মাঝে মিরাজ সময়-সুযোগ করে খেলে আসতে চান কাউন্টি ক্রিকেট। খেলা হবে আগস্টে।
মিরাজ নিজেও মনে করেন এই সুযোগ পুরোটা তার পক্ষে কাজে লাগানো সম্ভব নয়। হাতে গুনা কয়েকটি ম্যাচ হয়তো খেলা সম্ভব হতে পারে। মিরাজ বলেন, ‘ আমার কাছে ওয়ানডে খেলার জন্য প্রস্তাব এসেছে। আমি খেলার জন্য প্রস্তুত আছি। এখন সেটা সম্ভব হবে কি না তা নির্ভর করবে জাতীয় দলের খেলার উপর। যদি সুযোগ থাকে তাহলে আমি কয়েকটি ম্যাচ খেলে আসব।’
মিরাজ জানান, জাতীয় দলের খেলা না থাকলে বিসিবি তাকে খেলার জন্য অনুমতি দেবে।
এমপি/এমএমএ/